১২ জিবি র‌্যামের দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চ করলো পোকো

POCO C61

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : কম দামে সুন্দর স্মার্টফোন পছন্দকারী ইউজারদের জন্য পোকো একটি নতুন সস্তা ফোন লঞ্চ করেছে। ভারতের বাজারে মাত্র 6,999 টাকা দামের এই ফোনটি POCO C61 নামে পেশ করা হয়েছে। এই ফোনে 6GB virtual RAM সাপোর্ট সহ মোট 12GB পর্যন্ত RAM, 5000mAh ব্যাটারি, 90Hz রিফ্রেশ রেটযুক্ত HD+ ডিসপ্লে, সুন্দর ডিজাইন এবং বেশ কিছু অসাধারণ ফিচার দেওয়া হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনের ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে।

POCO C61

POCO C61 ফোনের দাম এবং সেল :

এই নতুন ফোনটি দুটি স্টোরেজ অপশনে পেশ করা হয়েছে। এতে 4GB RAM + 64GB স্টোরেজ এবং 6GB RAM + 128GB মেমরি যোগ করা হয়েছে। ফোনটির 4GB RAM + 64GB স্টোরেজ মডেল 7,499 টাকা দামে লঞ্চ করা হয়েছে এবং লঞ্চ অফারে এই ফোনটি পাওয়া যাবে মাত্র 6,999 টাকার বিনিময়ে। POCO C61 ফোনের 6GB RAM + 128GB মডেলের দাম রাখা হয়েছে 8,499 টাকা।

এই ফোনটি Ethereal Blue, Diamond Dust Black এবং Mystical Green কালারে লঞ্চ করা হয়েছে। শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে এই ফোনটি আগামী 28 মার্চ থেকে সেল করা হবে।

POCO C61 ফোনের স্পেসিফিকেশন :

ডিসপ্লে: এই ফোনে 6.71 ইঞ্চির IPS LCD HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 1650 x 720 পিক্সেল রেজোলিউশন, 90Hz রিফ্রেশ রেট, 180Hz টাচ স্যাম্পেলিং রেট এবং 500 নিটস পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এই ফোনে স্ক্রিনের সুরক্ষার জন্য গোরিলা গ্লাস 3 রয়েছে।

প্রসেসর: প্রসেসিঙের জন্য এই ফোনে 2.2GHz ক্লক স্পীডযুক্ত এন্ট্রি লেভেল হেলিও জি36 অক্টাকর প্রসেসর দেওয়া হয়েছে।

স্টোরেজ: এই ফোনটি 4GB RAM + 64GB স্টোরেজ এবং 6GB RAM + 128GB মেমরি মডেলে পেশ করা হয়েছে। এর সঙ্গেই স্টোরেজ বাড়ানোর জন্য এতে মাইক্রো এসডি কার্ড স্লট দেওয়া হয়েছে। এর মাধ্যমে এই ফোনের মেমরি 1TB পর্যন্ত বাড়ানো যায়।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনের ব্যাক প্যানেলে AI ফিচারযুক্ত ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে 8 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর রয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে USB-C পোর্ট এবং 10W চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানি এটি উইকেন্ড ব্যাটারি নামে পেশ করেছে, অর্থাৎ এতে দীর্ঘ সময় পর্যন্ত ব্যাকআপ পাওয়া যাবে।

কোন মাটি ছাড়া অ্যারোপনিক্স উপায়ে সবজি চাষ, হবে বাম্পার ফলন

অন্যান্য: POCO C61 ফোনে সিকিউরিটির জন্য সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, অডিওর জন্য 3.5 মিমি হেডফোন জ্যাক, স্পিকার, কানেক্টিভিটির জন্য ডুয়েল সিম 4জি, ব্লুটুথ 5.3 এবং ওয়াইফাই 5 ফিচার রয়েছে।