বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : শাওমি এর সাব ব্র্যান্ড POCO ভারতে তাদের নতুন লো বাজেট স্মার্টফোন পেশ করেছে। কোম্পানির পক্ষ থেকে ভারতের বাজারে POCO C61 ফোনটি মাত্র 5,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। এই ফোনটি আসলে POCO C61 Airtel exclusive এডিশন এবং এর সঙ্গে এয়ারটেল পোস্টপেইড কানেকশনও পাওয়া যাবে। এই বাজেট স্মার্টফোনের ডিটেইলস সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।
POCO C61 Airtel এডিশন ফোনের ফিচার
এই ফোনটির সঙ্গে এয়ারটেল কানেকশন পাওয়া যায়। এই ফোনটি 18 মাস পর্যন্ত এয়ারটেল সিম লক থাকবে এবং এতদিন এতে শুধুমাত্র এয়ারটেল সিমই চালানো যাবে। এই ফোনের সঙ্গে 50GB Data Free পাওয়া যাবে। আইরতেক ইউজাররা কোম্পানির পক্ষ থেকে 7.5% বা 750 টাকা পর্যন্ত ছাড় পাবেন। এই বেনিফিট পাওয়ার জন্য প্রতি মাসে নূন্যতম 199 টাকা বা তার বেশি দামের রিচার্জ করাতে হবে।
POCO C61 Airtel এডিশন ফোনের স্পেসিফিকেশন
ডিসপ্লে: এই ফোনে 1650 x 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.71 ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। IPS LCD প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিনে 90Hz রিফ্রেশরেট ও গোরিলা গ্লাস 3 এর প্রোটেকশন রয়েছে।
প্রসেসর: POCO C61 Airtel এডিশন ফোনে 2.2 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত MediaTek Helio G36 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে।
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে AI ফিচার সহ ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে 8 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর রয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য POCO C61 ফোনে 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে ইউএসবি টাইপ সি ও 10W চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
অন্যান্য: POCO C61 ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, 3.5 মিমি অডিও জ্যাক, স্পিকার, ডুয়েল সিম, 4জি, ব্লুটুথ 5.3 এবং ওয়াইফাই 5 রয়েছে।
ছবিটি জুম করে দেখুন জঙ্গলে লুকিয়ে রয়েছে একটি প্রাণী, খুঁজে বের করুন
POCO C61 Airtel এডিশনের দাম এবং সেল
POCO C61 Airtel এক্সক্লুসিভ এডিশন ফোনটি মাত্র 5,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। এই ফোনে 4GB RAM ও 64GB storage দেওয়া হয়েছে। এই ফোনটি শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে আগামীকাল অর্থাৎ 17 জুলাই থেকে সেল করা হবে। এই ফোনটি Ethereal Blue, Diamond Bust Black এবং Mystical Green কালারে পেশ করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।