গত ২৩ জুন POCO F4 5G বিশ্বব্যাপী রিলিজ হয়। ভালো প্রসেসর, ক্যামেরা এবং পারফরম্যান্স পাওয়া যায় বিধায় এটি বেশ জনপ্রিয় হবে বলে আশা করা হচ্ছে। এই আর্টিকেলে এই ফোনের রিভিউ নিয়ে আলোচনা করা হবে।
ডিসপ্লে ৬.৬৭ ইঞ্চি এমোলেড ডিসপ্লে ও ফুল এইচডি প্লাস রেজুলেশন সাপোর্ট করে। ১২০ হার্ডস রেট এর পাশাপাশি ডলবি ভিশনের সাপোর্ট রয়েছে। এন্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করে MIUI ১৩.১ সফটওয়্যার ব্যবহার করা হচ্ছে। চিপসেট স্ন্যাপড্রাগন 870 ব্যবহার ও এড্রেনো ৬৫০ ভার্সনের গ্রাফিক্স কার্ড এর সাপোর্ট রয়েছে। ৬ জিবি বা আট জিবি বা ১২ জিবি ভার্সনের স্মার্টফোন আপনি ক্রয় করতে পারবেন।
১২৮ জিবি বা ২৫৬ জিবি স্টোরেজ ভেরিয়েন্টের স্মার্টফোন বাজারে পাওয়া যাচ্ছে। মেইন ক্যামেরা হিসেবে ৬৪ মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে। সেলফি ক্যামেরা হিসেবে ২০ মেকাপিক্সেল ব্যবহার করা হয়েছে। ৪৫০০ মেগাহার্জের ব্যাটারি ব্যবহার করা হয়েছে ও পাশাপাশি ফাস্ট চার্জিং এর সাপোর্ট রয়েছে।
এই ফোনে খুব দ্রুত আপডেটের মাধ্যমে এম আই ইউ আই এর ১৩.৪ ভার্সনটি ইন্সটল হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি সর্বশেষ সিকিউরিটি আপডেটও খুব দ্রুত চলে আসবে। miui ভার্সনে অনেক ফিচার এবং কাস্টমাইজেশন এর অপশন রয়েছে। সুন্দর ডিজাইন, দ্রুত প্রসেসিং করার ক্ষমতা এবং longer ব্যাটারি লাইফ এর পাশাপাশি লাইভ ওয়ালপেপার, নতুন থিম এর ব্যবস্থা করা হয়েছে।
কিছু ব্লোটার রয়েছে যেমন আমাজন স্পটিফাই ইত্যাদি তবে আপনি চাইলে এগুলো সহজেই ডিলিট করে দিতে পারেন।গেমিং এর জন্য এই স্মার্টফোন বেশ ভালো পারফর্ম করবে। কেননা এখানে অ্যাড্রিনো 650 এর শক্তিশালী গ্রাফিক্স কার্ড রয়েছে। জনপ্রিয় গেমগুলি সহজেই এখানে খেলা যাবে। ddr5 ram ব্যবহার করা হয়েছে যা খুবই দ্রুত কাজ করে এবং এটি সর্বশেষ ভার্সন।
শাওমির এই ডিভাইসটি ট্রিপল ক্যামেরা সেটআপ নিয়ে এসেছে। মেইন ক্যামেরার পাশাপাশি আলট্রা ওয়াইড লেন্স ও ম্যাক্রো লেন্স রয়েছে। তবে সেলফি ক্যামেরায় কোন টেলি ফটো লেন্স নেই। 4k ভিডিও করার অপশন পাবেন পাশাপাশি নাইট মোড, সুপার স্লো মোশন, প্যানারোমা, বিভিন্ন এফেক্ট এ সমস্ত অপশন পেয়ে যাবেন।
শাওমির অপারেটিং সিস্টেম বেশ অপটিমাইজড। এজন্য একদিনেরও বেশি সময় দিয়ে পুরো ব্যাটারি লাইফ আপনি শেষ করতে পারবেন ও এটা দুই দিনও গড়াতে পারে। ৩৭ মিনিট সময়ের মধ্যেই শূন্য থেকে ১০০ শতাংশ পর্যন্ত পুরো ব্যাটারি চার্জ দেওয়া সম্ভব।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।