বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : পোকো গ্লোবাল মার্কেটে তাদের F6 সিরিজের দুটি স্মার্টফোন লঞ্চ করেছে। এই সিরিজের অধীনে POCO F6 এবং POCO F6 Pro স্মার্টফোন রয়েছে। ভারতীয় বাজারে শুধুমাত্র স্ট্যান্ডার্ড মডেল পেশ করা হয়েছে। তবে প্রো মডেলটি ভ্যানিলা থেকেও শক্তিশালী স্পেসিফিকেশন সহ গ্লোবাল মার্কেটে লঞ্চ করা হয়েছে। এই ফোনে স্ন্যাপড্রাগন 8 জেন 2 চিপসেট, 16GB RAM +1 টিবি ইন্টারনাল স্টোরেজ, 120W ফাস্ট চার্জিং, 50MP ট্রিপল ক্যামেরা মতো বিভিন্ন ফিচার দেওয়া হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনের দাম এবং ফিচারস সম্পর্কে।
Poco F6 Pro এর স্পেসিফিকেশন (গ্লোবাল) : ডিসপ্লে: POCO F6 Pro স্মার্টফোনে 6.67-ইঞ্চির WQHD+ ফ্লো এমোলেড Dot ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট, 4,000 নিটস পীক ব্রাইটনেস সহ 2K রেজোলিউশন দেওয়া হয়েছে। এই ডিসপ্লে সুরক্ষার জন্য গোরিলা গ্লাস বিক্টস প্রোটেকশন যোগ করা হয়েছে।
প্রসেসর: Poco F6 Pro স্মার্টফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 2 চিপসেট সহ 3.19GHz ক্লক স্পীডে কাজ করবে। একই সঙ্গে এক্স এক্সিস লিনিয়র ভাইব্রেশন মোটর ফিচার যোগ করা হয়েছে।
স্টোরেজ: এই স্মার্টফোনে 16GB GB RAM + 1TB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে।
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনে OIS ফিচার সহ 50MP প্রাইমারি লেন্স, 2MP ম্যাক্রো এবং 12MP আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল সেন্সর রয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য 16MP ক্যামেরা সহ এআই ফিচারের মতো অবজেক্ট ইরেজার এবং অন্যান্য অপশন যোগ করা হয়েছে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য POCO F6 Pro স্মার্টফোনে 5,000mAh ব্যাটারি সহ 120W চার্জিং ফিচার যোগ করা হয়েছে।
ওএস: POCO F6 Pro অ্যান্ড্রয়েড 14 এবং হাইপারওএস সহ পেশ করা হয়েছে।
অন্যান্য: এই স্মার্টফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডুয়াল সিম 5G, 4জি, ওয়াই-ফাই, ব্লুটুথ, ইউএসবি টাইপ সি পোর্ট, আইআর ব্লস্টার, ফ্লিকর সেন্সর, ডুয়াল স্টিরিয়ো স্পিকার, ডালবি এটমান্স ফিচারের মতো বিভিন্ন অপশন দেওয়া হয়েছে।
Poco F6 Pro এর দাম : গ্লোবাল বাজারে Poco F6 Pro স্মার্টফোনটি তিনটি মেমরি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনের 12GB RAM + 256GB স্টোরেজর দাম $499 অর্থাৎ প্রায় 41,537 টাকা রাখা হয়েছে।
এই ফোনের 12GB RAM+ 512GB স্টোরেজর দাম $549 অর্থাৎ প্রায় 45,700 টাকা রাখা হয়েছে। এই ফোনের টপ মডেলের দাম 16GB RAM+ 1TB স্টোরেজর দাম $629 অর্থাৎ প্রায় 52,353 টাকায় সেল করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।