বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : 27 মার্চ POCO F7 Pro এবং F7 Ultra স্মার্টফোনটি গ্লোবাল বাজারে লঞ্চ করা হবে বলে শোনা যাচ্ছে। সম্প্রতি আমরা এই ফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন এবং রেন্ডার সম্পর্কে জানিয়েছিলাম। এর মাধ্যমে ফোনের বিশেষ ফিচার সম্পর্কে জানা গেছে। অন্যদিকে আগের রিপোর্টের মাধ্যমে জানা গিয়েছিল আগের মডেলের মতো POCO F7 Pro এবং F7 Ultra ফোনগুলিও ভারতে লঞ্চ করা হবে না। তবে POCO ইন্ডিয়ার হেডের বক্তব্য অনুযায়ী কোম্পানির পরিকল্পনার পরিবর্তন করতে পারে বলে মনে করা হচ্ছে।
POCO F7 সিরিজের সম্ভাব্য ইন্ডিয়া লঞ্চ
এক্স ইউজার Tech Home টুইটের উত্তর দিতে গিয়ে জানিয়েছেন সম্প্রতি পোকো ইন্ডিয়ার হেড হিমাংশু টন্ডন মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্ম এক্সে পোস্ট করে ইউজারদের কাছে জানতে চেয়েছেন, কোম্পানির কি ভারতে এর মধ্যে POCO F7 Pro বা F7 Ultra ফোনটি লঞ্চ করা উচিৎ?
অন্যদিকে এক্সের মাধ্যমে POCO F7, F7 Pro এবং F7 Ultra ফোনের চিপসেট, ব্যাটারি এবং ফাস্ট চার্জিং ডিটেইলস লিক হয়েছে।
লিক অনুযায়ী POCO F7 Ultra ফোনটিতে 5,300mAh, POCO F7 Pro ফোনটিতে 6,000mAh এবং POCO F7 ফোনটিতে 6,500mAh ব্যাটারি থাকবে বলে আশা করা হচ্ছে।
Redmi K80 Pro ফোনটি গ্লোবাল বাজারে POCO F7 Ultra ফোন হিসেবে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে, এটি চীনে 6,000mAh ব্যাটারি সহ লঞ্চ করা হয়েছে। অন্যদিকে Redmi K80 ফোনটিকে POCO F7 Pro ফোন হিসেবে পেশ করা হতে পারে, যা চীনে 6,550mAh ব্যাটারি সহ পেশ করা হয়েছে।
একজন ইউজার POCO ইন্ডিয়ার হেড হিমাংশু টন্ডন কে ট্যাগ করে প্রশ্ন করেছেন, POCO F7 Ultra ফোনের ব্যাটারি কেন কমানো হয়েছে?
এই প্রশ্নের উতরে টন্ডন জানিয়েছেন কোম্পানি ভারতীয় বাজারে জন্য গ্লোবাল ভেরিয়েন্টের তুলনায় বেশি ব্যাটারি ক্যাপাসিটি সহ স্মার্টফোন তৈরি করতে চায়।
এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন POCO X7 Pro ফোনটির ভারতীয় ভেরিয়েন্টে 6,550mAh ব্যাটারি রয়েছে, তবে গ্লোবাল ভেরিয়েন্টে 6,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
অর্থাৎ কোম্পানি কিছুটা বড় ব্যাটারি সহ POCO F7 Pro বা F7 Ultra ফোনটি লঞ্চ করতে পারে।
ভ্যানিলা POCO F7 ফোনের 7,500mAh ব্যাটারির প্রসঙ্গে অন্য এক ইউজারকে POCO ইন্ডিয়ার হেড জানিয়েছেন “লেটস ওয়েট” লিখে।
তাই গ্লোবাল লঞ্চের পর POCO তাদের প্রিমিয়াম ফ্ল্যাগশিপ ফোন ভারতে লঞ্চ করতে পারে বলে মনে করা করা হচ্ছে।
মনে করিয়েদিই গত বছর ভারতে শুধুমাত্র POCO F6 ফোনটি 29,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। তবে POCO F6 Pro ফোনটি গ্লোবাল বাজারে পেশ করা হয়েছিল।
আগেই জানিয়েছি POCO F7 Pro এবং F7 Ultra ফোনদুটি Redmi K80 এবং Redmi K80 Pro ফোনের গ্লোবাল ভেরিয়েন্ট হিসেবে লঞ্চ করা হতে পারে। এই ফোনগুলি চীনে CNY 2,499 (অর্থাৎ প্রায় 30,000 টাকা) এবং CNY 3,699 (অর্থাৎ প্রায় 44,300 টাকা) দামে পেশ করা হয়েছিল। এতে ভ্যানিলা POCO F7 মডেলও রয়েছে, এটি Redmi Turbo 4 Pro ফোনের রিব্র্যান্ড হতে পারে।
এখনও পর্যন্ত এইসব তথ্য কনফার্ম নয়, তাই আমাদের পরামর্শ কোম্পানির অফিসিয়াল ঘোষণার অপেক্ষা করুন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।