সম্প্রতি Qualcomm তাদের নতুন Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর লঞ্চ করেছে। এখনও পর্যন্ত এটি সবচেয়ে শক্তিশালী চিপসেট বলে জানা গেছে। আগামী মাসে এবং 2026 সালের প্রিমিয়াম অ্যান্ড্রয়েড ফোনে এই প্রসেসর ব্যাবহার করা হবে। প্রথম এই প্রসেসর সহ Xiaomi 17 সিরিজ লঞ্চ করা হয়েছে। ইতিমধ্যেই Poco তাদের সোশ্যাল মিডিয়া সাইটে টিজার জারি করে এই প্রসেসর সহ আপকামিং ফোন লঞ্চ করবে বলে জানিয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক POCO ব্র্যান্ডের আপকামিং ফোনের ডিটেইলস সম্পর্কে।
নিচে দেওয়া পোস্টে দেখা যাচ্ছে POCO নাম না জানিয়ে লেটেস্ট প্রসেসর সহ একটি নতুন ফোন লঞ্চ করা হবে বলে কনফার্ম করেছে। রিপোর্ট অনুযায়ী এই ফোনটি Poco F8 সিরিজের মডেল হতে পারে। জানিয়ে রাখি গত বছর একইভাবে Snapdragon 8 Elite প্রসেসর সহ Poco F7 Ultra ফোনটি লঞ্চ করা হয়েছিল। এবার নতুন Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর সহ Poco F8 Ultra ফোনটি পেশ করা হতে পারে। তবে বর্তমানে ব্র্যান্ডের ঘোষণার অপেক্ষা করা হচ্ছে।
আপকামিং ফোনটি Poco F8 Pro নামে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। এই ফোনটি চীনের Redmi K90 মডেলের রিব্র্যান্ড হতে পারে এবং গ্লোবাল বাজারে পেশ করা হতে পারে। লিক অনুযায়ী ফোনটিতে 6.59 ইঞ্চির ফ্ল্যাট RGB OLED LTPS ডিসপ্লে দেওয়া হতে পারে। এই ডিসপ্লেতে 2K রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট যোগ করা হতে পারে। সিকিউরিটির ফোনে আল্ট্রাসোনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকতে পারে।
প্রসেসিঙের জন্য Poco F8 Pro ফোনটিতে Qualcomm Snapdragon 8 Gen 5 প্রসেসর দেওয়া হতে পারে বলে জানা গেছে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনে 7,100mAh ব্যাটারি থাকতে পারে এবং 100W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করবে। এছাড়াও ফোনটিতে ডুয়েল স্টেরিও স্পিকার, প্রিমিয়াম মেটাল মিড-ফ্রেম এবং X-অ্যাক্সিস লিনিয়ার মোটরের মতো শক্তিশালী ফিচার যোগ করা হতে পারে।
যারা ফ্ল্যাগশিপ পারফরমেন্স, দারুণ রিফ্রেশ রেট ডিসপ্লে এবং দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ সহ ফোন খুঁজছেন, তাদের জন্য Snapdragon 8 Elite Gen 5 চিপসেট সহ আপকামিং Poco ফোনটি একটি অপশন হতে পারে। একইসঙ্গে আসন্ন Poco F8 সিরিজ iQOO 15, OnePlus 15 এবং Realme GT 8 সিরিজের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। এই সিরিজের ফ্ল্যাগশিপ ফোনগুলিও Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর সহ পেশ করা হবে।
ফেসবুক-ইনস্টাগ্রামে মেটার নতুন ফিচার, যা থাকছে ব্যবহারকারীদের জন্য
যারা Poco ব্র্যান্ড ভালোবাসেন এবং কম দামে একটি শক্তিশালী ফ্ল্যাগশিপ ফোন চাইছেন, তাঁরা আপকামিং ফোনের অপেক্ষা করতে পারেন। আপকামিং Poco F8 সিরিজ কি নামে লঞ্চ করা হবে তা অদূর ভবিষ্যতে বোঝা যাবে। এই ফোনের নতুন তথ্য প্রকাশ্যে এলেই আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।