সস্তায় ফাইভজি স্মার্টফোন আনল পোকো

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: শাওমির সাব-ব্র্যান্ড পোকো স্বল্পমূল্যে বাজারে নিয়ে এসেছে ফাইভজি ফোন। গতকাল শনিবার (৩০ এপ্রিল) ভারতের বাজারে পোকো এম৪ ফাইভজি ফোনটি উন্মোচন করা হয়। সংস্থাটির দাবি, পোকো এম৪ ফোনটি হবে দেশের সবচেয়ে সাশ্রয়ী মূল্যের ফাইভজি স্মার্টফোন।

পোকো এম৪ ফাইভজি ফোনটিতে থাকছে ৬.৫৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে। ৯০ গিগাহার্জ রিফ্রেশ রেটের ফোনটিতে স্ক্রিনের ওপরে ক্যামেরার জন্য একটি ওয়াটারড্রপ নচ রয়েছে। এছাড়া ফোনটিতে রয়েছে একটি ডুয়াল-ক্যামেরা সেটআপ, যাতে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর এবং সেলফির জন্য একটি ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সেন্সর রয়েছে।

ফোনটিতে থাকছে মিডিয়াটেকের চিপসেট। ১৮ ওয়াট ফাস্ট চার্জিংয়ের সাথে রয়েছে ৫ হাজার এমএমএইচ ব্যাটারি। ফোনটির দাম সর্ম্পকে এখনো সংস্থাটি বিস্তারিত না জানালেও আভাস মিলেছে, ভারতের বাজারে এর দাম ১৩ হাজার রুপির মতো, বাংলাদেশি টাকায় ১৫ হাজার টাকার মতো।

মিড রেঞ্জ Redmi-ফোনেও থাকবে ৫১২ জিবি মেমোরি, নতুন চমক Xiaomi-র