পূর্বনির্ধারিত পরিকল্পনা অনুযায়ী ভারতের বাজারে ফাইভজি সেগমেন্টে নতুন স্মার্টফোন উন্মোচন করেছে শাওমির সাবব্র্যান্ড পোকো। পোকো এম৪ নামে এটি বাজারে আনা হয়েছে। এটি রেডমি নোট ১১ই ফাইভজি স্মার্টফোনের অনুরূপ ভার্সন বলে জানা গেছে। তবে এর সেলফি ক্যামেরা ও অপারেটিং সিস্টেমে পরিবর্তন আনা হয়েছে। খবর গিজমোচায়না।
মার্চে চীনের বাজারে রেডমির স্মার্টফোনটি বাজারজাত করা হয়েছে। দুটি স্মার্টফোনের মধ্যে রিয়ার প্যানেলের ডিজাইনেই শুধু ভিন্নতা রয়েছে। পোকো এম৪ ফাইভজি স্মার্টফোনে সিনেম্যাটিক ৬ দশমিক ৫৮ ইঞ্চির ফুলএইচডিপ্লাস এলসিডি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। যার রেজল্যুশন ২৪০৮X১০৮০ পিক্সেল, রিফ্রেশ রেট ৯০ হার্টজ এবং টাচ স্যাম্পলিং রেট ২৪০ হার্টজ। ডিউড্রপ নচযুক্ত ডিসপ্লেটির কন্ট্রাস্ট রেশিও ১৫০০:১।
পোকো এম৪ ফাইভজি ডিভাইসে মিডিয়াটেকের ডাইমেনসিটি ৭০০ ফাইভজি প্রসেসর ব্যবহার করা হয়েছে। সেই সঙ্গে এতে ৪ বা ৬ জিবি এলপিডিডিআরফোরএক্স র্যাম ও ইউএফএস ২.২ স্টোরেজ দেয়া হয়েছে। ডিভাইসে অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক এমআইইউআই ১৩ দেয়া হয়েছে।
স্মার্টফোনটির রিয়ারে ৫০ মেগাপিক্সেলের ওয়াইড ও ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ক্যামেরা রয়েছে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ফোনের সম্মুখে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। কানেক্টিভিটির দিক থেকে ডিভাইসে ফাইভজি (৭টি ব্যান্ড), ডুয়াল-ব্যান্ড ওয়াই-ফাই, ব্লুটুথ ভার্সন ৫.১, জিএনএসএস ও একটি ইউএসবি টাইপ সি পোর্ট রয়েছে। পোকো এম৪ ফাইভজি স্মার্টফোনে প্লাস্টিক বডি ব্যবহার করা হয়েছে। এর ওজন ২০০ গ্রাম। বাজারে পোকো ইয়োলো, কুল ব্লু এবং পাওয়ার ব্ল্যাক রঙে স্মার্টফোনটি কেনা যাবে। ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ১৭০ ডলার এবং ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ১৯৬ ডলার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।