বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : Poco ইতিমধ্যেই একাধিক মিড-রেঞ্জের স্মার্টফোন ভারতে লঞ্চ করেছে। মনে হচ্ছে, সংস্থাটি সাশ্রয়ী মূল্যের আরো একটি নয়া হ্যান্ডসেট এদেশে নিয়ে আসার প্রস্তুতি নিচ্ছে। আসলে সম্প্রতি জনপ্রিয় এক সার্টিফিকেশনে সাইটে একটি নয়া M-সিরিজের স্মার্টফোনকে উপস্থিত হতে দেখা গেছে। আবার এই একই মডেল HyperOS Code -এর অধীনেও তালিকাভুক্ত হয়েছে, যা নিশ্চিত করেছে, আসন্ন ফোন Poco M6 Plus 5G নামের সাথে আসবে। তবে এটি সম্পূর্ণ নতুন হ্যান্ডসেট হবে না, বরং গত সপ্তাহে চীনে আত্মপ্রকাশ করা Redmi Note 13R মডেলের রিব্র্যান্ডেড ভ্যারিয়েন্ট হিসাবে ভারতে আসবে।
শীঘ্রই লঞ্চ হতে চলেছে Poco M6 Plus 5G স্মার্টফোন
সাম্প্রতিক কয়েকটি রিপোর্টে, আসন্ন পোকো হ্যান্ডসেটটির নাম ‘Poco M7 Pro 5G’ রাখা হবে বলে দাবি করা হয়েছিল। কিন্তু সার্টিফিকেশন সাইটের লিস্টিং নিশ্চিত করেছে যে, এই ফোন Poco M6 Plus 5G নামের সাথে লঞ্চ হবে। পাশাপাশি হ্যান্ডসেটটি “N19” মডেল নম্বর এবং “breeze” কোডনেম সহ আসবে বলেও জানা গেছে।
জানিয়ে রাখি, Xiaomi তাদের সাব-ব্র্যান্ডের অধীনে গত ২৩শে মে চীনে Redmi Note 13R ফোনের ঘোষণা করেছিল। এরই রিব্র্যান্ডেড ভার্সন হবে আসন্ন Poco M6 Plus 5G। ফলে আশা করা হচ্ছে, নাম ব্যতীত ডিভাইস দুটির ফিচার অনুরূপ থাকবে।
অতএব Poco M6 Plus 5G ফোনেও ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও ৫৫০ নিট পিক ব্রাইটনেস যুক্ত ৬.৭৯-ইঞ্চির LCD IPS ডিসপ্লে দেখা যেতে পারে, যা টিইউভি রাইনল্যান্ড সার্টিফাইড হবে। ভালো পারফরম্যান্সের জন্য এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪ জেন ২ প্রসেসর থাকবে। ফোনটি সম্ভবত ১২ জিবি র্যাম এবং সর্বোচ্চ ৫১২ জিবি স্টোরেজের সাথে আসবে। আবার নিরাপত্তার জন্য ডিভাইসে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের সুবিধা মিলতে পারে।
HyperOS Code -এর অধীনে তালিকাভুক্ত হওয়ার দরুন, Poco M6 Plus 5G ফোন অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক নতুন হাইপারওএস (HyperOS) কাস্টম অপারেটিং সিস্টেমে রান করবে বলে জানা গেছে। এছাড়া মূল মডেলের ন্যায় এতেও – ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর + ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স যুক্ত ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ৮ মেগাপিক্সেলের সেলফি শুটার দেওয়া হবে। পাওয়ার ব্যাকআপের জন্য এই Poco হ্যান্ডসেটটি ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থিত ৫,০৩০ এমএএইচ ব্যাটারির সাথে লঞ্চ হতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।