পানির দামে দুর্দান্ত ৫জি স্মার্টফোন আনছে পোকো, রইল ফিচার

Poco M6 Pro 5G

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ভারতে স্মার্টফোনের বাজারে পোকো নিসন্দেহে একটি জনপ্রিয় স্মার্টফোন হয়ে উঠেছে। ধীরে ধীরে তারা তাদের স্মার্টফোনের উপর নানান পরিবর্তন এনেছে মানুষের কাছে জনপ্রিয় হয়ে ওঠার৷ এবার কোম্পানির তরফে একটি নতুন স্মার্টফোন ভারতের বাজারে লঞ্চ করা হবে বলে শোনা গিয়েছে। আর সেই মডেলটির নাম এম৬ প্রো ৫জি। এটি গ্রাহকেরা অনলাইন ই-কমার্স সাইটে পেয়ে যাবেন। তবে কোম্পানির তরফে স্মার্টফোনটির কোনরকম বৈশিষ্ট্য প্রকাশ্যে আনা হয়নি।

Poco M6 Pro 5G

তবে অনলাইনে Poco M6 Pro 5G-এর অফিসিয়াল রেন্ডার, দাম, স্টোরেজ সম্পর্কে তথ্য সামনে এসেছে। তবে এবার মোবাইলটির অফিশিয়াল রেন্ডার জেনে নেওয়া যাক। সোশ্যাল মিডিয়ায় প্রাইসবাবা নামক একটি রিপোর্টে শেয়ার করা হয়েছে মোবাইলটির রেন্ডার। জানা গিয়েছে, স্মার্টফোনটিতে ৎাকবে স্লিম বেজেল সহ কেন্দ্রীভূত পাঞ্চ-হোল ডিসপ্লে। এছাড়া ডুয়াল ক্যামেরা, ফ্ল্যাশলাইট, আইকনিক পোকো ব্র্যান্ডিং থাকবে।

স্মার্টফোনটি টাইপ সি চার্জার দ্বারা চার্জ দেওয়া যাবে। এটির স্পেসিফিকেশন সম্পর্কে বলতে গেলে স্মার্টফোনে থাকছে ৬.৭৯ ইঞ্চি ডিসপ্লে। ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল মেমোরি নিয়ে হাজির হবে এটি। এটির প্রসেসর থাকবে স্ন্যাপড্রাগন ৪ জেন ২ চিপসেট। প্রাইমারি ক্যামেরা থাকবে ৫০ মেগাপিক্সেল ও ২ মেগাপিক্সেল সেন্সর। এছাড়া ৮ অথবা ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকবে।

অন্তর্বাস পরে হট লুকে মৌনি রায়, দেখেই ঘাম ঝরলো ভক্তদের

৫০০০ এমএএইচ ব্যাটারি থাকবে যাতে ১৮ ওয়াট ফার্স্ট চার্জিং সাপোর্ট রাখা হবে বলে মনে করা হচ্ছে। তবে এটির দাম রয়েছে বিভিন্ন রকমের। এক একটি ভ্যারিয়েন্টের রয়েছে একেক রকম দাম৷ ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি ইন্টারনাল মেমোরি ভ্যারিয়েন্টের দাম ১৪,৯৯৯ টাকা। ৪ জিবি র‍্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল মেমোরি ভ্যারিয়েন্টের দাম ১৫,৮৯৯ টাকা। এছাড়া ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি ভ্যারিয়েন্টের দাম ১৬,৯৯৯ টাকা