বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : শাওমির সাব ব্র্যান্ড POCO ভারতে তাদের প্রথম ট্যাবলেট হিসাবে POCO Pad 5G লঞ্চ করেছে। এই বছর মে মাসে গ্লোবাল বাজারে POCO তাদের প্রথম ট্যাবলেট লঞ্চ করেছিল। এই 5G ট্যাবলেটটিতে 12.1 ইঞ্চির ডিসপ্লে, 10,000mAh ব্যাটারি, 8MP ক্যামেরা এবং স্ন্যাপড্রাগন 7s Gen 2 চিপসেট রয়েছে। POCO Pad 5G ট্যাবলেটটি Android 14 সহ Xiaomi HyperOS এ কাজ করে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ট্যাবলেটটির সমস্ত স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে।
POCO Pad 5G এর দাম এবং সেল : ভারতীয় বাজারে POCO Pad 5G ট্যাবলেটির 8GB RAM এবং 128GB স্টোরেজ সহ বেস মডেল 22,999 টাকা দামে পেশ করা হয়েছে। একইভাবে 8GB RAM এবং 128GB স্টোরেজ ভেরিয়েন্ট 24,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে।
আগামী 27 আগস্ট দুপুর 12টা থেকে ভারতে POCO Pad 5G ট্যাবলেটি Flipkart এর মাধ্যমে সেল করা হবে। কোম্পানির পক্ষ থেকে SBI, HDFC এবং ICICI ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে এই পেমেন্ট কিনলে 3,000 টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। ছাত্ররা এই ট্যাবলেটে 1,000 টাকার বেশি ডিসকাউন্ট পাবেন।
প্রথম 1,500 ইউজাররা POCO Pad 5G ট্যাবলেটির সঙ্গে 1 বছরের ফ্রি টাইমস প্রাইম মেম্বারশিপ এবং 6 মাসের জন্য বিনামূল্যে MS Office 365 সাবস্ক্রিপশন পাওয়া যাবে। এছাড়া বিভিন্ন উল্লেখযোগ্য ব্যাঙ্কের মাধ্যমে এই ডিভাইস 3 ও 6 মাসের নো কস্ট EMI অপশন দেওয়া হবে। POCO Pad 5G ট্যাবলেট পেস্তা গ্রীন এবং কোবাল্ট ব্লু কালারে পেশ করা হয়েছে।
POCO Pad 5G এর স্পেসিফিকেশন : POCO Pad 5G ট্যাবে 12.1 ইঞ্চির 2560 x 1600 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড WQXGA ডিসপ্লে দেওয়া হয়েছে। এতে 120Hz AdaptiveSync রিফ্রেশ রেট রয়েছে। এর সঙ্গে এই স্ক্রিনে সুন্দর কন্টেন্ট ভিউইং এক্সপেরিয়েন্সের জন্য ডলবি ভিশন ও লো ব্লু লাইট এবং ফ্লিকার ফ্রি ভিউইং এক্সপেরিয়েন্সের জন্য TUV রীনল্যান্ড যোগ করা হয়েছে।
এই ট্যাবলেটে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7s জেন 2 প্রসেসর, 8GB LPDDR4X RAM এবং 256GB পর্যন্ত UFS 2.2 স্টোরেজ দেওয়া হয়েছে। এছাড়া মেমরি কার্ড ব্যাবহার করে এই ডিভাইসের স্টোরেজ 1.5TB পর্যন্ত বাড়ানো যায়। POCO Pad 5G ট্যাবে 8MP রেয়ার ক্যামেরা এবং 8MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এতে 30fps ফ্রেম রেটে 1080p (FHD) এবং 720p (HD) ভিডিও রেকর্ড করা যায়। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 33W ফাস্ট চার্জিং সাপোর্টেড 10,000mAh ব্যাটারি যোগ করা হয়েছে।
POCO Pad 5G ডিভাইস Android 14 এবং Xiaomi HyperOS সহ পেশ করা হয়েছে। এতে 3.5mm অডিও জ্যাক, জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য IP52 রেটিং এবং কর্নিং গোরিলা গ্লাস প্রোটেকশন দেওয়া হয়েছে। লক্ষ্য করলে দেখা যায় POCO Pad 5G ডিভাইসে Redmi Pad Pro 5G এর মতোই স্পেসিফিকেশন রয়েছে। তবে Redmi ট্যাবলেট ভারতে 24,999 টাকা দামে সেল করা হয়, অর্থাৎ এই ফোনটি বেশি সস্তা। এমনকি উভয় ডিভাইসের ডিজাইনও একই রকম। POCO এর ডিভাইস রিব্র্যান্ড Xiaomi এর জন্য খুবই সাধারণ ব্যাপার। রবে এবার ব্যাতিক্রম দেখা গেল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।