বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : চীনা কোম্পানি পোকো তাদের নতুন স্মার্টফোন POCO X5 Pro ভারতে চলতি বছরের ফেব্রুয়ারির শুরুতেই লঞ্চ করতে পারে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, কোম্পানি এই ফোনের টিজার প্রকাশ করেছে।
Poco Smartphones: চিনা কোম্পানি Poco তাদের নতুন স্মার্টফোন POCO X5 Pro ভারতে চলতি বছরের ফেব্রুয়ারির শুরুতেই লঞ্চ করতে পারে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, কোম্পানি এই ফোনের টিজার প্রকাশ করেছে। কোম্পানিটি ফোনটির ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে ভারতীয় ক্রিকেটার হার্দিক পান্ড্যকে করেছে। Poco-এর অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে ছবিগুলি প্রকাশিত হয়েছে। যাতে শীঘ্রই এই নতুন স্মার্টফোন ভারতীয় বাজারে আসছে এমনটিই লেখা আছে। যদিও মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ফোনটি ভারতে 6 ফেব্রুয়ারি লঞ্চ হতে পারে।
POCO X5 Pro-এর সম্ভাব্য ফিচার:
এই স্মার্টফোনটিতে 6.67 ইঞ্চি স্ক্রিন রয়েছে। যা ফুল HD সহ OLED ডিসপ্লে। এছাড়াও ফোনটিতে 120 Hz এর রিফ্রেশ রেট পাওয়া যাবে। এই ফোনে Qualcomm Snapdragon 778G প্রসেসর থাকবে।
ক্যামেরা প্রসঙ্গে বললে, এই স্মার্টফোনে ট্রিপল ক্যামেরা সেটআপ পাওয়া যাবে। যার মধ্যে 108 MP মেইন ব্যাক ক্যামেরা। 8 MP সেকেন্ড আল্ট্রা ওয়াইড এবং 2 MP তৃতীয় ম্যাক্রো ক্যামেরা লাগানো যাবে। তাই একই সময়ে, সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য ফোনে একটি 16 এমপি ফ্রন্ট ক্যামেরা ইনস্টল করা যেতে পারে।
4 RAM এবং মেমরি- Poco এই ফোনটি 6 জিবি র্যাম, 128 জিবি স্টোরেজ, 8 জিবি র্যাম, 128 জিবি স্টোরেজ এবং 8 জিবি র্যাম, 256 জিবি স্টোরেজের মতো 3টি ভিন্ন মডেলে অফার করতে পারে। এর বাইরে এক্সটার্নাল মেমোরির অপশনও ফোনে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
POCO X5 Pro ফোনটিতে একটি 5,000 mAh ব্যাটারি পাওয়া যাবে। এর জন্য ফোনে 67W ফাস্ট চার্জিং-এর সাপোর্টও থাকতে পারে। এই ফোনটি 5G নেটওয়ার্কে বাজারে আসবে। এই ফিচারগুলি ছাড়াও ফোনটিতে সাইড মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডুয়াল সিম, ওয়াই-ফাই এবং ব্লুটুথের মতো ফিচারগুলি থাকবে বলে আশা করা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।