POCO X6 Neo : মিড-বাজেটের 5g স্মার্টফোন, থাকছে 108MP ক্যামেরা

POCO X6 Neo

বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : যারা 12 হাজার টাকার রেঞ্জে 8GB RAM সহ 5G স্মার্টফোন কেনার কথা ভাবছেন তাদের জন্য POCO X6 Neo একটি সুন্দর অপশন। এই ফোনে 108MP Camera, 128GB Memory, 33W ফাস্ট চার্জিং ফিচার এবং 5000mAh Battery রয়েছে। বর্তমানে এই ফোনটি মাত্র 11,999 টাকার বিনিময়ে সেল করা হচ্ছে। এই সস্তা 5G ফোনটির দাম, অফার এবং স্পেসিফিকেশন সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

POCO X6 Neo

এটি এই ফোনের সাধারণ সেলিং প্রাইস, এর জন্য কোনো ব্যাঙ্ক কার্ড বা কুপন প্রয়োজন হবে না।
যে কোনো গ্রাহক এই ফোনটি 12 হাজার টাকার চেয়ে কম দামে কিনতে পারবেন।
8GB RAM সহ POCO X6 Neo 5G ফোনটি 4,000 টাকা সস্তায় কেনার জন্য এবং অফার সম্পর্কে বিস্তারিত জানার জন্য এখানে ক্লিক করুন।

ডিসপ্লে: POCO X6 Neo 5G ফোনে 6.67 ইঞ্চির এফএসডি+ এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট, 1000 নিট পীক ব্রাইটনেস, 93.3% স্ক্রিন টু বডি রেশিও, 100% DCI P3 কালার গামুট এবং 1920 pwm ডিমিং রয়েছে। সুরক্ষার জন্য এই ফোনে গোরিলা গ্লাস 5 প্রোটেকশন যোগ করা হয়েছে।

প্রসেসর: POCO X6 Neo 5G ফোনে প্রসেসিঙের জন্য 6 ন্যানোমিটার প্রসেসে তৈরি মিডিয়াটেক ডাইমেনসিটি 6080 চিপসেট দেওয়া হয়েছে।

স্টোরেজ: POCO X6 Neo ফোনটি বাজারে দুটি স্টোরেজ অপশনে পেশ করা হয়েছে। ফোনের বেস মডেলে 8GB র‍্যাম + 128GB স্টোরেজ এবং টপ মডেলে 12GB র‍্যাম + 256GB স্টোরেজ যোগ করা হয়েছে। এছাড়াও ফোনটির 8GB র‍্যাম মডেলে 8GB এবং 12GB র‍্যাম মডেলে 12GB এক্সটেন্ডেড র‍্যাম সাপোর্ট করে। ফলে এই ফোনে 24GB পর্যন্ত র‍্যাম উপভোগ করা যায়।

ক্যামেরা: POCO X6 Neo ফোনে ফটোগ্রাফির জন্য ডুয়াল ক্যামেরা দেওয়া হয়েছে। এতে 108 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর রয়েছে। এছাড়াও সেলফি, ভিডিও কলিং এবং রিল তৈরি করার জন্য এই ফোনে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য POCO X6 Neo মোবাইলে 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000 এমএএইচ ব্যাটারি রয়েছে।

অন্যান্য: POCO X6 Neo ফোনে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, জল ও ধূলো থেকে বাঁচানোর জন্য আইপি54 রেটিং, ডুয়াল 5G, স্টেবল কানেক্টিভিটির জন্য 7 5G ব্যান্ড, ওয়াইফাই, ব্লুটুথ 5.3 এবং অন্যান্য অপশন যোগ করা হয়েছে।

এআই চালিত মানবাকৃতির রোবটে বিনিয়োগ করবে মেটা

অপারেটিং সিস্টেম: POCO X6 Neo স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 13 সহ লঞ্চ করা হয়েছে। এই মোবাইলে দুটি লেটেস্ট অ্যান্ড্রয়েড আপগ্রেড এবং 4 বছরের সিকিউরিটি আপডেটও পাওয়া যাবে।