এবার গুগলে সার্চে যুক্ত হচ্ছে পডকাস্ট, মিলবে যেসব সুবিধা

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ব্যবহারকারীদের পছন্দ অনুযায়ী বিষয়ভিত্তিক গুরুত্বপূর্ণ সংবাদ ও তথ্য সহজে জানার সুযোগ দিতে পডকাস্ট–সুবিধা চালু করছে গুগল। ‘ডেইলি লিসেন’ নামের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর এ পডকাস্ট –সুবিধা ব্যবহারকারীদের পছন্দের বিষয়ভিত্তিক গুরুত্বপূর্ণ সংবাদ ও তথ্য অডিও আকারে শোনাবে।

Google

ফলে গুগলে সার্চ করে বিভিন্ন ওয়েবসাইটে প্রবেশ করতে হবে না। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট নাইনটুফাইভ গুগলের এক প্রতিবেদনে বলা হয়েছে, ডেইলি লিসেন নামের সুবিধাটি নির্দিষ্ট ব্যক্তির গুগল সার্চ ইতিহাস ও গুগল ডিসকভার ব্যবহারের কার্যক্রম পর্যালোচনা করে পছন্দের বিষয়ভিত্তিক গুরুত্বপূর্ণ সংবাদ ও তথ্যের সমন্বয়ে পাঁচ মিনিটের একটি অডিও পডকাস্ট তৈরি করবে।

পডকাস্টটি চালু করলেই পছন্দের সংবাদ ও তথ্যগুলো শোনা যাবে। ফলে ইন্টারনেটে অন্য কাজ করার সময়ও হালনাগাদ সব তথ্য জানার সুযোগ মিলবে।

প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রে বসবাসকারী অ্যান্ড্রয়েড ও আইফোন ব্যবহারকারীদের জন্য ডেইলি লিসেন সুবিধাটি চালু করা হবে। পর্যায়ক্রমে সব দেশের গুগল ব্যবহারকারীরা সুবিধাটি ব্যবহার করতে পারবেন। সুবিধাটি চালু হলে গুগল অ্যাপের সার্চ বারের নিচে থাকা ‘স্পেস’ অপশন থেকে ‘ডেইলি লিসেন’ কার্ডে ক্লিক করলেই পর্দাজুড়ে অডিও প্লেয়ার চালু হবে। প্লেয়ারটিতে অডিওর গতি নিয়ন্ত্রণসহ মতামতও দেওয়া দেওয়া যাবে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া