জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন কমিশনের আরেক সদস্য অধ্যাপক ড. রেজওয়ানা করিম স্নিগ্ধা পদত্যাগ করেছেন। শনিবার (১৩ সেপ্টেম্বর) বেলা ২টার দিকে তিনি পদত্যাগের ঘোষণা দেন।
এর আগে শুক্রবার রাতে নির্বাচন কমিশনের অপর সদস্য অধ্যাপক ড. মাফরুহি সাত্তারও পদত্যাগ করেছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের নতুন কলাভবনের নিচে সংবাদ সম্মেলন করে নিজের পদত্যাগের ঘোষণা দেন।
অধ্যাপক মাফরুহি সাত্তার অভিযোগ করেন, জাকসু ও হল সংসদ নির্বাচনে সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ ছিল না। সিদ্ধান্ত থাকলেও মেশিনের পরিবর্তে হাতে ভোট গণনা করা হয়েছে, যা একটি বড় অনিয়ম।
তিনি আরও জানান, এসব অনিয়ম লিখিতভাবে জানালেও নির্বাচন কমিশন কোনো প্রতিকারমূলক ব্যবস্থা নেয়নি, বরং তাকে পদত্যাগ না করতে চাপ দেওয়া হয়েছিল। তার ভাষায়,“বিবেকের তাড়নায় আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।”
তিনি স্পষ্ট করেন, বিএনপির সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই, তবে একটি আদর্শে বিশ্বাসী বলে উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনে মাফরুহি সাত্তার বলেন, “নির্বাচনে অনেক অনিয়ম দেখেছি, যা পুরো প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করেছে। আমার মতামতের সুরাহা না করেই ভোট গণনা শুরু হয়। এ অবস্থায় নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন সম্ভব নয়।”
ড. স্নিগ্ধার পদত্যাগের মধ্য দিয়ে নির্বাচন কমিশনের দুজন সদস্যই দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন, যা জাকসু নির্বাচনের স্বচ্ছতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।