পর্দায় বাঁধনের সমকামিতা, মুখ খুললেন বন্যা

বিনোদন ডেস্ক : ভারতের নির্মাতা বিশাল ভরদ্বাজের ‘খুফিয়া’ সিনেমা দিয়ে বলিউডে পা রেখেছেন বাংলাদেশের অভিনেত্রী আজমেরী হক বাঁধন। গেল ৫ অক্টোবর এটি মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে। যেখানে বাঁধনকে দেখা গেছে টাবুর সঙ্গে সমকামী ভূমিকায়। যা নিয়ে দর্শকমহলে চলছে আলোচনা-সমালোচনা। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে কথা বলেছেন অভিনয়শিল্পী বাঁধন। এবার চরিত্রটি নিয়ে মুখ খুললেন আরেক অভিনেত্রী বন্যা মির্জা। প্রশংসাও করলেন ‘খুফিয়া’র।

অভিনেত্রী বন্যা মির্জা

এক ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘ভাই রে! প্রেম কেবল নারীর সঙ্গে পুরুষের হবে এটা হলো পুরুষের ভাবনা। সব কিছুই পুরুষদের পেতে হবে! আর সমকামিতাও একটা কোনো বিশেষ বিষয় না। তারও হাজার রকম আছে। শিখেছেন শুধু একটা শব্দ, ওটা নিয়ে বসে আছেন! জগতে কত রকম জেন্ডার আছে। তাহলে সকলের আলাদা ভাবনাও আছে। এটাই তো স্বাভাবিক বিষয়!’

ক্যারিয়ারে ‘পতিতা’ চরিত্রে কাজ করতে গিয়ে যেসব অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে তা উল্লেখ এই অভিনেত্রী লিখেছেন, ‘একটা গল্প বলি নিজের অভিজ্ঞতার। আমি যখন একজন পতিতার চরিত্র করি, তখন “পতিতা” চরিত্র কেউ করতে চাইতেন না। ফলে আমার কাছে আসত, আর আমি করতাম। দেখলাম, পতিতা চরিত্রে অভিনয় করা অভিনেতা হওয়া জরুরি! এবং অনেকেই করলেন। গোলাপি ফিতা আর গোলাপি লিপস্টিক দেওয়া অভিনয় দেখলাম! ভাই রে! পতিতাও একরকমের জীবন বা পেশা না যে গোলাপি ফিতা দিয়েই সারবেন!’

সমকামী চরিত্রটিও একটি গুরুত্ব পাবে- এমন ধারণা থেকে বন্যা মির্জা লিখেছেন, ‘আমার মনে হচ্ছে, কয়েক দিন পরে আপনারাই ঝাঁপিয়ে পড়বেন সমকামী চরিত্র করার জন্য, যাতে আপনাদের সু-অভিনেতা বলা হয়। তখন বাঁধনকে কিছু একটা ক্রেডিট দিয়েন। এখন বরং চুপ থাকেন!’

তেল ছাড়া রান্না করার দুর্দান্ত পদ্ধতি, স্বাদ হবে জিভে লেগে থাকার মত

উল্লেখ্য, স্পাই-থ্রিলার ঘরানার সিনেমা ‘খুফিয়া’ তৈরি হয়েছে অমর ভূষণের লেখা উপন্যাস ‘এস্কেপ টু নোহয়ার’ অবলম্বনে। সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আশিষ বিদ্যার্থী, টাবু, বাঁধন, আলি ফজল, ওয়ামিকা গাব্বিসহ অনেকে।