ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশটির অন্যতম সম্মানজনক পুরষ্কার ‘পদ্ম’ প্রাপ্তদের তালিকায় প্রকাশ করেছে। রোববার বিকেলে মোট ১৩১ জন পদ্ম পুরস্কার পাচ্ছেন এমন নাম ঘোষণা করেছে।

বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র পেয়েছেন দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মবিভূষণ। আর পদ্মভূষণ সম্মান পেয়েছেন দক্ষিণী ও হিন্দি সিনেমার কিংবদন্তি অভিনেতা মামুট্টি এবং জনপ্রিয় সংগীতশিল্পী অলকা ইয়াগনিক।
প্রকাশিত তালিকায় শিল্প ও সংস্কৃতি ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে এই তিনজনের নাম অন্তর্ভুক্ত করা হয়।
হিন্দি সিনেমার ‘হিম্যান’ খ্যাত ধর্মেন্দ্র দীর্ঘ ছয় দশকের ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় ও কালজয়ী ছবিতে অভিনয় করেছেন। তার অবদানকে সম্মান জানাতেই পদ্মবিভূষণে ভূষিত করা হয়েছে বলে মনে করা হচ্ছে।
এর বাইরে এবার পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন অভিনেতা আর মাধবন এবং পশ্চিমবঙ্গের সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
পদ্মশ্রী প্রাপ্তির পর প্রসেনজিৎ স্মরণ করলেন নিজের মায়ের কথা। এদিন প্রসেনজিৎ বলেন, ‘এই মুহূর্তে দাঁড়িয়ে আমার একজনের কথা মনে পড়ছে। বাস্তবিক ভাবে তিনি আমার সঙ্গে আর নেই। কিন্তু আমার মনে হয়, আমি যতক্ষণ না ঘুমাই, উনি আমার সঙ্গে থাকেন, আমার মা।’
চার দশকের অধিক সময় সিনেমা জগতে কাটিয়ে ফেলেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। রোববার তিনি যখন পদ্মশ্রী সম্মান পেলেন, সেই সময় সিনে-জগতে তার সঙ্গে কাজ করা ছোট থেকে বড়, প্রত্যেকের কথা স্মরণ করলেন অভিনেতা।
পাশাপাশি কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জানিয়ে প্রসেনজিৎ বলেন, ‘আমাকে এই সম্মান দেওয়ার জন্য ভারত সরকারকে অনেক ধন্যবাদ। আমাদের কাছে এই সম্মান একটা কারণেই অত্যন্ত গর্বের। তা হল, আমি শুধুমাত্র বাংলা সিনেমায় কাজ করে এই সম্মান পেয়েছি। এটা সত্যিই গর্বের।’
উল্লেখ্য, প্রসেনজিৎ ওরফে বুম্বা দা-কে পদ্মশ্রী সম্মানে ভূষিত করায় টলিউডে বইছে খুশীর মাতম। ওই ইন্ডাস্ট্রিতে তার কেটে গেছে ৪০ বছরেরও বেশি সময়। শিশু শিল্পী হয়ে যাত্রা শুরু করেছিলেন। দীর্ঘ ক্যারিয়ারে রয়েছে ৩৫০টির বেশি সিনেমা।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
বাংলা বাণিজ্যিক সিনেমাকে একটা সময় প্রসেনজিৎ প্রায় একাই কাঁধে টেনে নিয়ে গিয়েছেন এই অভিনেতা। একের পর এক উপহার দিয়েছেন ব্লকবাস্টার সিনেমা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


