জুমবাংলা ডেস্ক : ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের জেরে শেখ হাসিনা সরকারের পতনে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকেই জনপ্রশাসন মন্ত্রণালয় ছিল উত্তপ্ত। সোমবার পদোন্নতি বঞ্চিতরা দফায় দফায় মহড়া দিয়েছেন মন্ত্রণালয়ের নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ (এপিডি) অনুবিভাগের বিভিন্ন কক্ষে ও বারান্দায়।
বঞ্চিত কর্মকর্তাদের তোপের মুখে দফতর ছাড়তে বাধ্য হয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সায়লা ফারজানা। মঙ্গলবার সচিবালয়ে এ ঘটনা ঘটে।
এর আগে পদোন্নতি বঞ্চিত কর্মকর্তারা সায়লা ফারজানাকে কক্ষে আটকে রাখেন। পরে তাকে উদ্ধার করে গাড়িতে তুলে দেয় পুলিশ।
বিসিএস ১৭ ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা সায়লা ফারজানা বিসিএস উইমেন নেটওয়ার্কের মহাসচিব। তিনি বাংলাদেশ পুলিশের বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মনিরুল ইসলামের সহধর্মিণী।
চট্টগ্রামে সহকারী কমিশনার পদে কর্ম জীবন শুরু করেন সায়লা ফারজানা। তিনি ১৯৭১ সালের ১৫ অক্টোবর জন্ম গ্রহণ করেন। গোপালগঞ্জ জেলার বাটিকামারী গ্রামের সভ্রান্ত পরিবারে মরহুম ছাদেক মিয়া সন্তান সায়লা।
সায়লা বাটিকামারী হাইস্কুল থেকে মাধ্যমিক, ফরিদপুর জেলার সরদা সুন্দরী মহিলা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রাণী বিদ্যা বিষয়ের ওপর অনার্স-মাষ্টার্স সম্পন্ন করেন।
তিনি প্রশাসনের দীর্ঘ সুসজ্জিত কর্মজীবনে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপ-সচিব এবং উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্বের সাথে কাজ করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।