মোঃ সোহাগ হাওলাদার, আশুলিয়া : শিল্পাঞ্চল আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যার মামলার আসামি মো. মাজহারুল ইসলাম খান (৫৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (২০ এপ্রিল) রাত ১০টার দিকে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মদন চন্দ্র সাহা।
এর আগে বিকেল সাড়ে ৫টার দিকে আশুলিয়ার বুড়িরবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. মাজহারুল ইসলাম খান (৫৮) আশুলিয়ার বুড়িরবাজার এলাকার মৃত আমিরুল হক খানের ছেলে। তিনি আশুলিয়া থানা আওয়ামী লীগের ১নং যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন খানের চাচাতো ভাই।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার বুড়িরবাজার এলাকায় অভিযান চালিয়ে ছাত্র-জনতা হত্যা মামলার এজাহার নামীয় আসামি মো. মাজহারুল ইসলাম খান (৫৮) কে গ্রেপ্তার করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সরকার পতনের পর থেকে সে আত্মগোপনে ছিল।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মদন চন্দ্র সাহা জানান, গত ৫ আগষ্ট ছাত্র-জনতার আন্দোলনে মিজানুর রহমান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মাজহারুল ইসলাম খানকে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
প্রসঙ্গত যে, আওয়ামী লীগের ক্ষমতাকালীন সময়ে অর্থাৎ গত ২০২৪ সালের ১৯ ফেব্রুয়ারি দুপুর ১২টার দিকে আশুলিয়ার বাইপাইল বগাবাড়ি বাজার এলাকার নিজ মালিকানাধীন খান প্লাজায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিএনপি থেকে পদত্যাগের ঘোষণা দেন তিনি।
সে সময় মাজহারুল ইসলাম খান ধামসোনা ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক ও একই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতির দায়িত্বে ছিলেন।
তবে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর তিনি আবার বনে যান বিএনপি নেতা।
তবে দল থেকে পদত্যাগ করে আওয়ামী লীগের যোগদান করেছেন কিনা সে তথ্য পাওয়া না গেলেও গত সংসদ নির্বাচনে তিনি ঢাকা-১৯ আসনের স্বতন্ত্র প্রার্থী আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলামের পক্ষে নির্বাচনী প্রচারণায় সক্রিয় ভূমিকা পালন করেন বলে জানা যায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।