বিনোদন ডেস্ক :
এ অভিনেত্রী একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বাংলা নববর্ষের ব্যাপারে বলেন, বিশেষ কোনো আয়োজন নেই। বাইরে প্রচুর গরম। এর মধ্যে বের হতেও তো ভয় লাগে। তবে সন্ধ্যার পর বন্ধুদের নিয়ে বের হতে পারেন বলেও জানালেন দীঘি।
তিনি বলেন, গত কয়েক দিন টানা কাজ করেছি। একটু আরামও প্রয়োজন। আবার পহেলা বৈশাখ এলে মনটাও একটু খারাপ হয়ে যায়। মায়ের কথা বেশি মনে পড়ে। ছোটবেলার বৈশাখ উৎযাপনের কথা মনে পড়ে। আমার জন্য মা লাল-সাদা রঙের শাড়ি কিনতেন। সকালে মা নিজ হাতে আমাকে পরিয়ে দিতেন তা। অনেক রান্নাবান্না হতো বাসায়। একটা উৎসবের আমেজ থাকতো বাসায়।
বর্তমানে দীঘি মিউজিক ভিডিওসহ কিছু কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। ওয়েব ফিল্মেও কাজ করছেন তিনি। পাশাপাশি ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগে লেখাপড়া করছেন। এখন দ্বিতীয় সেমিস্টার চলছে। ঈদের পরই ফাইনাল পরীক্ষা অনুাষ্ঠিত হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।