স্পোর্টস ডেস্ক : পাকিস্তান ক্রিকেট দলের হয়ে অস্ট্রেলিয়া সফরে গিয়েছিলেন নাসিম শাহ। ঠিক সেইসময় তিনি মাতৃবিয়োগের খবর পেয়েছিলেন। কিন্তু, এই খবর শুনেও তিনি দেশের ফিরতে চাননি। দলের সঙ্গে থাকতে চেয়েছেন। এই ঘটনার ঠিক কয়েকদিন পরেই ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেছিলেন নাসিম শাহ।
২০২২ এশিয়া কাপের ফাইনাল ম্য়াচে হতেই পারে শ্রীলঙ্কার বিরুদ্ধে ২৩ রানে হেরে গিয়েছে পাকিস্তান ক্রিকেট দল। কিন্তু, এই পরাজয়ের ধ্বংসস্তুপেও একজন ধ্রুবতারার মতো উজ্জ্বল হয়ে রয়েছে। তিনি হলেন পাকিস্তান ক্রিকেট দলের উদীয়মান পেসার নাসিম শাহ। তবে একটা সময় ছিল যখন তাঁর পরিবারের কেউই চাইতেন না যে নাসিম বড় হয়ে ক্রিকেট খেলাকেই নিজের কেরিয়ার হিসেবে বেছে নিক। এজন্য তাঁকে কড়া শাসনেও রাখা হয়েছিল। কিন্তু, ভাগ্যের লিখন কেই বা আটকাতে পারে! পরিবারের অমতেই নাসিম এই খেলাকে ভালোবেসে ফেলেছে।
সম্প্রতি পাকিস্তানের একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে নাসিমের বাবা আব্বাস শাহ স্পষ্ট জানিয়ে দিলেন যে তিনি কখনই চাইতেন যে তাঁর ছেলে ক্রিকেট খেলাকেই নিজের কেরিয়ার হিসেবে বেছে নিক। এই ক্রিকেট খেলার জন্য মাঝেমধ্যেই নাসিম স্কুল কামাই করত। আর সেকারণে ছেলেকে চড় মারতেও রেয়াত করেননি তিনি।
আব্বাস আরও বললেন, ‘একজনই মাত্র নাসিমের পাশে ছিল, আর সে হল ওর দাদা। ও লুকিয়ে লুকিয়ে ভাইয়ের হাতে পয়সা গুঁজে দিত। ছোটোবেলায় নাসিম হামেশাই বলত যে একদিন না একদিন ও দেশের হয়ে খেলবে। আর সেকথা শুনে আমরা সকলেই খুব জোরে জোরে হাসতাম।’
কী বললেন নাসিম শাহের বাবা?
তিনি বললেন, ‘আমি পইপই করে বারন করেছিলাম যাতে ক্রিকেট থেকে আগ্রহ একেবারে কমে যায়। এবং পড়াশোনায় ও আরও বেশি করে মনোনিবেশ করতে পারে। একমাত্র ওর দাদা ছাড়া পরিবারের কেউই নাসিমের পাশে দাঁড়ায়নি। আমাদের চোখের আড়ালে ও নাসিমকে নিয়মিতভাবে আর্থিক সাহায্য করে যেত। যখন ওর মা বেঁচে ছিল, তখন ও হামেশাই বলত যে একদিন না একদিন ও দেশের হয়ে খেলবে। ওই কথা শুনে আমরা সকলেই খুব হাসতাম। কারণ দীরের মতো একটা প্রত্যন্ত এলাকা থেকে কীভাবে কেউ পাকিস্তানের জাতীয় ক্রিকেট দলে জায়গা করে নিতে পারবে, সেই বিষয়ে আমাদের কোনও ধারণাই ছিল না।’
সঙ্গে তিনি আরও যোগ করেন, ২০১৯ সালে হৃদরোগে আক্রান্ত হয়ে মাতৃহারা হয়েছেন নাসিম শাহ। কিন্তু এখনও মাঝেমধ্যেই মায়ের কথা মনে করে মন খারাপ করে বসে থাকেন পাকিস্তানের এই স্পিডস্টার। তিনি বললেন, ‘যতবার ওর মায়ের কথা মনে পড়ে, ও কান্নায় ভেঙে পড়ে। নাসিম তো নিজেই মাঝেমধ্যে বলে আজ মা আমাকে দেশের হয়ে খেলতে দেখলে খুব আনন্দ পেতেন।’
পাকিস্তান ক্রিকেট দলের হয়ে অস্ট্রেলিয়া সফরে গিয়েছিলেন নাসিম শাহ। ঠিক সেইসময় তিনি মাতৃবিয়োগের খবর পেয়েছিলেন। কিন্তু, এই খবর শুনেও তিনি দেশের ফিরতে চাননি। দলের সঙ্গে থাকতে চেয়েছেন। এই ঘটনার ঠিক কয়েকদিন পরেই ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেছিলেন নাসিম শাহ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।