জুমবাংলা ডেস্ক : গাইবান্ধায় আদালতে বিচারকের দিকে খেলনা পিস্তল তাক করে গুলি করার হুমকির অভিযোগে আব্দুল হালিম নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার গাইবান্ধার ল্যান্ড সার্ভেয়ার ট্রাইব্যুনাল আদালতে শুনানি চলাকালে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার হালিম সদর উপজেলার উত্তর ধানগড়া গ্রামের বাবলু মিয়ার ছেলে।
কোর্ট পুলিশের ইন্সপেক্টর তোফাজ্জল হোসেন বলেন, ল্যান্ড সার্ভেয়ার ট্রাইব্যুনাল আদালতে বিকেল ৩টার দিকে বিচারিক কার্যক্রম চলাকালে হঠাৎ এক যুবক বিচারক আবু বাছেদ মো. বুলু মিয়ার দিকে পিস্তল তাক করে গুলি করার হুমকি দেয়। এ সময় যুবক জানতে চায়, বিচারকের মাথার ওপর বঙ্গবন্ধুর ছবি টাঙানো কেন? পরে আদালতে কর্তব্যরত পুলিশ সদস্যরা ওই যুবককে তাৎক্ষণিকভাবে ধরে ফেলেন।
এ সময় তার কাছ থেকে একটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়। যুবকটি মানসিক ভারসাম্যহীন বলে মনে হয়েছে। তাকে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
গাইবান্ধা সদর থানার ওসি মাসুদ রানা বলেন, বিচারককে খেলনা পিস্তল দিয়ে গুলি করার হুমকির অভিযোগে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। মামলার পর ওই যুবককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ওই যুবক মানসিক ভারসাম্যহীন বলে মনে হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।