বিনোদন ডেস্ক : বিগ বস ওটিটি’-র প্রথম সিজনের প্রতিযোগী উরফি জাভেদ। বিগ বসের মঞ্চ থেকেই দর্শকদের মাঝে পরিচিতি পেয়েছেন তিনি। তবে সেইসময় বিগবসের মঞ্চ থেকে সেভাবে নিজের প্রভাব বিস্তার করতে পারেননি অভিনেত্রী।
বর্তমানে উরফি আর বিতর্ক একে অপরের সমার্থক হয়ে গিয়েছে। তিনি যেখানে থাকবেন সেখানে বিতর্ক দানা বাঁধবেই। নিজের অদ্ভুত সাজপোশাকের জন্য প্রায়ই উরফি কটাক্ষের শিকার হন নেটিজেনদের কাছে। তিনি কোনো না কোনো কারণে চর্চায় থাকেন মিডিয়াতে। মিডিয়াতে চর্চায় থাকার জন্য তিনি সবকিছু করতে পারেন, তা এতদিনে স্পষ্ট সকলের কাছেই। সম্প্রতি আবারো নিজের পোশাকের সূত্র ধরেই চর্চায় উরফি।
পর্দা থেকে শুরু করে গেঞ্জি, প্লাস্টিক, মেটালের চেন সবকিছু দিয়েই বানান নিজের পোশাক। আর সেইসমস্ত অদ্ভুত পোশাকের সূত্র ধরে প্রায়ই চর্চায় থাকতে দেখা যায় অভিনেত্রীকে। সম্প্রতি কালো ডাস্টবিন ব্যাগ দিয়েই বানিয়ে ফেললেন নিজের সম্প্রতিক দুই পোশাক। অবশ্য এই প্রথম নয়, এর আগেও বিগ বসের মঞ্চে ডাস্টবিন ব্যাগ দিয়ে বানিয়েছেন পোশাক। আবারো তার পুনরাবৃত্তি করলেন অভিনেত্রী। দেখেই মাথায় হাত নেটজনতার একাংশের।
সম্প্রতি উরফি কালো ডাস্টবিন ব্যাগ দিয়ে দু’ধরনের ডিজাইনার ড্রেস বানিয়েছেন। এই দুটি পোশাকে তার সাম্প্রতিক লুক আপাতত ভাইরাল গোটা নেটদুনিয়ায়। তবে অভিনেত্রীকে দেখে একাংশের মাথায় হাত উঠলেও তার এই সাম্প্রতিক লুক খুব একটা খারাপ ছিল না বলেই মনে করছেন তার অনুরাগীমহল। আগের অন্যান্য অনেক লুকের থেকেই অভিনেত্রীর এই লুক ছিল অনেকটাই শোভনীয়। এই পোশাকে হাই হিলে হালকা মেকাপে ছিলেন এদিন।
পরেছিলেন হালকা লিপস্টিকও। আপাতত, তার এই লুক রীতিমতো নজর টেনেছে সকল নেটজনতার। অভিনেত্রীর নিজেরও তার এই সাম্প্রতিক লুক বেজায় পছন্দ হয়েছে, সেকথা অবশ্য ভিডিওতে তার হাব-ভাব দেখেই বোঝা গিয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।