চাকরির ভুয়া এসএমএস মুছে ফেলার পরামর্শ পুলিশের

চাকরির ভুয়া এসএমএস

বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : বেশ কিছুদিন ধরেই অনেকের নম্বরে এসএমএস করে চাকরির সাক্ষাৎকারের প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন করার কথা জানানো হচ্ছে। পাশাপাশি রোজ দুই হাজার টাকা আয়ের কথাও বলছে অচেনা নম্বর; সেজন্য লিংকে ক্লিক করতে অনুরোধ করা হচ্ছে।

চাকরির ভুয়া এসএমএস

এমন এসএমএস পাওয়া কয়েকজন জানিয়েছেন, তারা চাকরির কোনো চেষ্টা করেননি, আবেদনও করেননি। সাক্ষাৎকার না দিয়েও এসএমএস আসায় তারা সাড়া দেননি।

পুলিশ বলছে, অচেনা নম্বর থেকে আসা এসব লিংকে ক্লিক করে বিপদ হতে পারে; অপরাধীরা ব্যক্তির মোবাইল ব্যাংক কিংবা সোশাল অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে।

ডিএমপির কাউন্টার টেরোরিজম ও ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ নিজেদের ফেইসবুক পাতায় এ বিষয়ে ‘সতর্ক বার্তা’ দিয়েছে।

এতে লিংকে ক্লিক না করে এসএমএস মুছে ফেলার পরামর্শ যেমন দেওয়া হয়েছে, তেমনই এসএমএস পাঠানো নম্বরগুলোকে ব্লক করে দিতে বলেছে পুলিশ।

চাকরির এসএমএস

শনিবার সন্ধ্যায় দেওয়া ওই ইউনিটের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের দেওয়া সতর্কবার্তায় বলা হয়, “আপনার মোবাইল অথবা হোয়াটসঅ্যাপে এ রকম স্প্যাম মেসেজ আসতে পারে। প্রলোভন দেখিয়ে হ্যাক করে নিতে পারে আপনার সোশ্যাল মিডিয়াসহ ব্যক্তিগত গুরুত্বপূর্ণ তথ্য। তাই অনাকাঙ্ক্ষিত মেসেজগুলো এড়িয়ে চলুন।”

ফেইসবুক অ্যাকাউন্টে টু ফ্যাক্টর অথেনটিকেশন চালু রাখার পরামর্শ দিয়ে পুলিশ বলছে, সেই অ্যাকাউন্টে ইমেইল অ্যাড্রেস সংযুক্ত করুন।

সাইবার অপরাধ ইনভেস্টিগেশন বিভাগের এডিসি নাজমুল ইসলাম শনিবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই চাকরির মেসেজ নিয়ে আমাদের কাছে দু-একটা অভিযোগও এসেছে। আমরা কাজ শুরু করে দিয়েছি। হয়তো অচিরেই এই অপরাধীদের শনাক্ত করা যাবে। তার আগে আমরা স্বউদ্যোগী হয়ে সচেতনতা তৈরিরও চেষ্টা চালাচ্ছি-যাতে কেউ এদের ফাঁদে পা না দেয়।”

গণভবন এলাকা থেকে মোবাইল হারিয়ে থানায় জিডি করলেন সাকিব

তিনি বলেন, “মানুষের লোভকে পুঁজি করে এমন কনটেন্ট দিয়ে ‘ফিশিং’ করে ব্যাংক বা আর্থিক লেনদেনের তথ্য, সামাজিক মাধ্যমের তথ্য চুরি করে নিতে পারে অপরাধীরা। এ বিষয়ে সচেতন হবে। মোবাইল ব্যাংকিংয়ের নিয়ন্ত্রণ হারিয়েছেন-এ রকম অনেক অভিযোগ কিন্তু প্রতিদিন আসছে।”