সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় হকার ও দিনমজুরদের কাছ থেকে চাঁদা আদায়ের সময় পুলিশ লাইন্সের বাবুর্চী মো. পারভেজকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।
সোমবার দিবাগত রাত ১টার দিকে বাসস্ট্যান্ড এলাকায় নবীন সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে।
আটককৃত মো. পারভেজ মানিকগঞ্জ সদর উপজেলার মুলজান বাগজান এলাকার মো. জাহাঙ্গীরের ছেলে। সে মানিকগঞ্জ পুলিশ লাইন্সে প্রায় এক বছর ধরে বাবুর্চী পদে (মাস্টাররোল) চাকুরী করেন।
স্থানীয়রা জানান, পারভেজ নিজেকে পুলিশের লোক পরিচয় দিয়ে প্রতিনিয়ত মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার নবীন সিনেমা হল, কাঁচাবাজার, হকার মার্কেটের সামনে অবস্থানকারী হকার, শ্রমিক ও দিনমজুরসহ বিভিন্ন লোকদের ভয়ভীতি দেখিয়ে নগদ টাকা, মোবাইল ফোনসহ বিভিন্ন জিনিষপত্র হাতিয়ে নিত। তার অত্যাচারে অতিষ্ট হয়ে সোমবার রাতে তাকে আটক করে হকার ও শ্রমিকরা। এরপর তাকে উত্তম মাধ্যম দিয়ে সদর থানা পুলিশের হাতে সোপর্দ করে তারা।
স্থানীয় নাইটগার্ড মো. জুলহাস বলেন, এই পারভেজ নিজেকে পুলিশের লোক পরিচয় দিয়ে প্রতিনিয়ত আমাদের হয়রানি করে। গতকালও আমাকে ভয় দেখিয়ে পনোরোশ টাকা নিয়েছে। ফুটপাত ও বিভিন্ন মার্কেটের সামনে থাকা শ্রমিকদের মাদক দিয়ে ফাঁসিয়ে দেয়ার ভয় দেখিয়ে তাদের কাছ থেকেও টাকা ও মোবাইল ফোন নেয়।
আরেক নাইট গার্ড জানান, এই লোক প্রতিদিন রাতেই আমাদের ভয়ভীতি দেখায় এবং হয়রানি করে। আমাদের কাছ থেকে এবং যেসব দিনমজুররা রাতে বাসস্ট্যান্ড এলাকায় থাকে তাদের কাছ থেকেও টাকা নেয়। যেসব মেয়েরা রাতের কাজ করে (পতিতা) তাদেরকেও ছাড় দেয়না এই লোক।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ জানান, চাঁদাবাজির অভিযোগে স্থানীয়রা পারভেজকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। প্রসিকিউশন দিয়ে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।