পুলিশ, র‍্যাব ও আনসার বাহিনীর নতুন পোশাক, যা বলছেন আসিফ

Asif

বিনোদন ডেস্ক : বদলে যাচ্ছে বাংলাদেশ পুলিশ, র‍্যাব ও আনসার বাহিনীর পোশাক। তবে সম্প্রতি প্রকাশ্যে আনা এই তিন বাহিনীর পোশাকের রঙ নিয়ে সমালোচনায় মেতেছেন নেটিজেনরা। এবার এ বিষয়ে নিজের অভিমত তুলে ধরলেন জনপ্রিয় গায়ক আসিফ আকবর।

Asif

স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয় যে, পুলিশের পোশাক হবে লোহা (আয়রন) রঙের। র‍্যাবের পোশাক হবে জলপাই (অলিভ) রঙের। আর আনসার বাহিনীর পোশাক হবে সোনালি গম (গোল্ডেন হুইট) রঙের।

এ বিষয়ে মঙ্গলবার দিবাগত (২১ জানুয়ারি) রাতে এক ফেসবুক পোস্টে পুলিশ, র‍্যাব ও আনসারের পোশাক পরিবর্তনের একটি ছবি পোস্ট করে তীব্র সমালোচনা করেন আসিফ আকবর।

তিনি বলেন, ‘তিন বাহিনীর এই পোশাকের ডিজাইনার, অনুমোদনকারী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিকিৎসার জন্য রুচিহীনতার অভিয়োগে দ্রুত গ্রেপ্তার করা হউক, মানসিক ডাক্তারদের মাধ‍্যমে জিজ্ঞাসাবাদ শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের পাবনার হেমায়েতপুর পাগলা গারদে প্রেরণ করার অনুরোধ জানাচ্ছি। সারা দেশে রুচিহীনতা ছড়িয়ে পড়লে সব দায়দায়িত্ব রুচিহীন সরকারকেই নিতে হবে।’

Realme Narzo 80: সেরা সব ফিচারের অসাধারণ স্মার্টফোন

প্রসঙ্গত, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর আইনশৃঙ্খলা বাহিনী সংস্কারের জোরালো দাবি ওঠে। একইসঙ্গে তাদের পোশাক পরিবর্তনের দাবিও উঠেছে।