সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : মানিকগঞ্জের পুলিশ সুপারের কার্যালয়ের প্রধান সহকারি মিজানুর রহমানের বিরুদ্ধে ঘুষ কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে সংবাদ প্রকাশিত হওয়ার পর অবশেষে তদন্তে সাপেক্ষে অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুজন সরকার।
শনিবার (০৯ ডিসেম্বর) দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকারের সাথে এই প্রতিবেদকের মুঠোফোনে কথা হলে তিনি এ আশ্বাস দেন।
এর আগে, গত ২৫ নভেম্বর দেশের অন্যতম জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জুমবাংলাডটকম এ “এসপির নাম ভাঙিয়ে আদায়কৃত ঘুষের টাকা ফেরত দিলেন মিজানুর” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সেই সংবাদে উল্লেখ করা হয়- জমি সংক্রান্ত বিবাদ মিমাংসার জন্য পুলিশ সুপারের নাম ভাঙিয়ে ঘুষ গ্রহণের অভিযোগ উঠেছে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের প্রধান সহকারি (পূর্বের সংবাদে ভূলবশত ‘স্ট্যানো’ পদবি উল্লেখ করা হয়েছিল) মিজানুর রহমানের বিরুদ্ধে। পরে এ ঘটনা জানাজানি হওয়ার পর সেই ঘুষের টাকা ফেরত দিয়েছেন তিনি। ভয়ভীতি দেখিয়ে ঘুষ গ্রহণের ঘটনায় ভুক্তভোগী মো. রবিউল ইসলাম বিশ্বাস গত ৩ সেপ্টেম্বর অভিযুক্ত মিজানুর রহমানের বিরুদ্ধে পুলিশ সুপার বরাবর একটি লিখিত অভিযোগ করেন। পরে পুলিশ সুপার কার্যালয়ের এক উর্ধ্বতন কর্মকর্তার হস্তক্ষেপে বিষয়টি মিমাংসা করে সেই ঘুষের টাকা ফেরত দেন মিজানুর রহমান।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুজন সরকার বলেন, মিজানুর রহমানের বিরুদ্ধে তদন্ত করে অভিযোগ প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে। তবে কবে থেকে তদন্ত শুরু হবে সে বিষয়ে কোন সদুত্তর দেননি তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।