সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : বিএনপি-জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা নিজেদের দলকে গণমানুষের দল দাবি করলেও মানিকগঞ্জে তীব্র তাপদাহের কারণে বিপর্যস্ত নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়াতে দেখা যায়নি কোন রাজনৈতিক দলের নেতাকর্মীদের।
তীব্র গরমের কারণে জেলায় ডায়রিয়া, নিউমোনিয়াসহ নানা গরমজনিত রোগীর সংখ্যা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। ঠিকমতো কাজ করতে পারছে না নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষেরা। ফলে জীবিকা নির্বাহ করতে হিমশিম খেতে হচ্ছে তাদের। গরমের কারণে শিক্ষার্থীরাও পড়েছে চরম ভোগান্তিতে। ঠিকমতো ক্লাসে যেতে পারছে না তারা।
এদিকে, নিম্ন আয়ের এসব সাধারণ মানুষ বা শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে দেখা যায়নি বিএনপি-জামায়াতসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের। দলীয় নেতাকর্মীদের সাথে মিটিং ও সাংগঠনিক কার্যক্রম অব্যাহত রাখলেও জণগণের সেবায় মনোযোগ নেই তাদের।
নিম্ন আয়ের মানুষেরা অভিযোগ করে বলেন, রাজনৈতিক নেতারা বড় বড় ভাষণ দিলেও দুঃসময়ে আমাদের পাশে কেউ থাকেনা। সংসার চালাতে এই গরমের মধ্যেেআমাদের কাজ করতে হয়। সারাদিন বাইরে থাকি। বাইলে ভালো পানি বা খাবার পাওয়া যায়না। এই গরমে খোলা খাবার খেয়ে অনেকেই অসুস্ত হয়ে পড়ে। আমরা যে আনিকাম করি তা দিয়ে তো আর ভালো জায়গায় গিয়ে খেতে পারিনা। বাধ্য হয়ে খোলা খাবার ও পানিই খেতে হয়। একটু বিশুদ্ধ খাবার পানি, স্যালাইন বা কাজের সুবিধার্থে একটি ছাতা দিলেও তো বুঝতাম তারা সাধারণ মানুষের কথা ভাবে।
মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার হকার মুসা মিয়া বলেন, গরমের মধ্যেই বাসস্ট্যান্ডে ভ্যান নিয়ে হকারি করি। প্রচণ্ড রোদের কারণে আমাদের অনেক কষ্ট হয়। আমরা গরিব অসহায় বলেই কো হকারি করি। কিন্ত আমাদের কষ্টের কথা কেউ ভাবেনা।
রিকশাচালক রফিকুল বলেন, গরমের কারণে রিকশা চালাতে অসেনক কষ্ট হয়। যাত্রীও অনেক কমে গেছে। ঠিকমতো আয়ও হয়না। কিন্ত সংসারের খরচ তো আর থেমে নেই। তাই এই গরমে আমাদের জীবন অনেক কষ্টে চলে।
এই গরমের সময়ে নিম্ন আয়ের মানুষের সেবায় কী উদ্যোগ গ্রহণ করা জানতে চাইলে জেলা যুবদলের আহবায়ক কাজী মোশতাক হোসেন দীপু বলেন, কর্মজীবি ও নিম্ন আয়ের মানুষের সেবায় শীঘ্রই বিশুদ্ধ খাবার পানি,স্যালাইন, শরবৎ বিতরণের উদ্যোগ নেয়া হবে।
এদিকে জেলা জামায়াত ইসলামীর আমীর হাফেজ মাওলানা কামরুল ইসলামের মুঠোফোনের সংযোগ না পাওয়ায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
এছাড়া জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবীর বলেন, নেতাকর্মীদের সাথে আলোচনা করে শীঘ্রই কার্যকর পদক্ষেপ নেয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।