বিনোদন ডেস্ক : টলিউড ইন্ডাস্ট্রি আর রাজনৈতিক মহল যেন এখন মিলেমিশে প্রায় একাকার হয়ে গেছে। কিন্তু এর মধ্যেও বেশ কিছু তারকা রয়েছেন যারা রাজনীতি থেকে অনেক দূরে থাকেন। ফিল্ম ইন্ডাস্ট্রির যে অভিনেতারা রাজনীতিতে জড়াননি তাদের মধ্যে অন্যতম হলেন সুপারস্টার জিৎ। আর এই কারণেই তাকে নিয়ে সাধারণ মানুষের কৌতূহলের শেষ নেই।
রাজনীতি তো দূরের কথা, সুপারস্টার জিৎকে পুরস্কারের মঞ্চেও তেমন দেখা যায় না। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম সুপারস্টার হওয়া সত্ত্বেও তাকে আজ পর্যন্ত কোনো বিতর্ক ছুতে পারেনি। তাকে সিনেমার পর্দা ছাড়া বেশি দেখা যায় রিয়ালিটি শো এর মঞ্চে।
সম্প্রতি তার মুক্তি পাওয়া ছবি ‘চেঙ্গিস’ গোটা ভারত জুড়ে সাফল্য অর্জন করেছে। শুধু তাই নয়, সালমান খানের ছবি কেউ পিছনে ফেলেছে এই ছবি। সামনে আরো নতুন নতুন ছবির জন্য কাজ চলছে তার। প্যান ইন্ডিয়া ছবি রিলিজের দায়িত্ব নিয়েছেন জিৎ। তবে আর যাইহোক তিনি রাজনীতি থেকে অনেক দূরেই থাকেন।
সুপারস্টার জিৎ কেন রাজনীতিতে জড়াননি? এই প্রশ্ন তাকে করা হলে তিনি স্পষ্ট জানান, ‘যে কাজটা আমি পারি না, সেটা করার মোটেও চেষ্টা করি না। আমাকে যদি এখন বলা হয় বিরাট কোহলির সঙ্গে ক্রিকেট খেলতে হবে, সেটা নিশ্চয়ই আমি পারবো না।’ অভিনেতা সহজ ভাষায় বিতর্ক না করেই বুঝিয়ে দিলেন রাজনীতি থেকে দূরে থাকতে চান।
প্রসঙ্গত, ২০০২ সালে জিৎ ‘সাথী’ ছবির মাধ্যমে বেঙ্গল ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন। সেই থেকে একের পর এক কমার্শিয়াল ছবি দর্শকদের এখনো উপহার দিয়ে চলেছেন। তবে তিনি তার ক্যারিয়ার শুরু করেছিলেন একজন মডেল হিসেবে তারপর টিভি সিরিয়ালে চলে যান। ২০০১ সালে ‘চান্দু’ নামে একটি তেলেগু সিনেমাতে অভিনয় করেছিলেন। তবে তার সাফল্য আসে বাংলা সিনেমার হাত ধরেই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।