জুমবাংলা ডেস্ক : পঞ্চগড়ে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। রবিবার (১০ ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সামনের দিকে তাপমাত্রার আরও কমবে। চলতি মাসের শেষের দিকে বইতে পারে মৃদু কিংবা মাঝারি শৈত্যপ্রবাহ। এর আগে, গতকাল পঞ্চগড়ে তাপমাত্রা রেকর্ড হয় ১৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
স্থানীয়রা জানান, উত্তরের জেলা পঞ্চগড়ে শীত জেঁকে বসেছে। রাত থেকে সকাল অবধি ঘন কুয়াশায় আচ্ছাদিত থাকছে বিভিন্ন এলাকা। হঠাৎ শীত বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষজন।
কাজের মেয়ের সঙ্গে উদ্দাম রোমান্স যুবকের, ভুলেও বাচ্চাদের সামনে দেখবেন না
আবহাওয়া অফিস বলছে, কয়েকদিন ধরেই তাপমাত্রা ওঠানামা করছিল ১৪-১৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। এ মাসের শেষের দিকে দেখা দিতে পারে মৃদু কিংবা মাঝারি শৈত্যপ্রবাহ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।