মাকে নিয়ে পূজা চেরির আবেগঘন পোস্ট

পূজার চেরির সাথে মা

বিনোদন ডেস্ক : না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন চিত্রনায়িকা পূজা চেরির মা ঝর্ণা রায়। রবিবার (২৪ মার্চ) বেলা ১১টার দিকে মিরপুরের নিজবাসায় মারা যান তিনি। মায়ের মৃত্যুতে ভেঙে পড়েছেন পূজা। হারানোর যন্ত্রণা বুকে নিয়ে সামাজিক মাধ্যমে দিয়েছেন এক বেদনার্ত পোস্ট।

পূজার চেরির সাথে মা

মায়ের শেষ কীর্তি সম্পন্ন হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাস দেন পূজা। সেখানে পূজা চেরি লেখেন, শেষ, একটা আবদার তোমার কাছে, চলে গেছ বলে ভুলে যাবে তা কিন্তু হবে না প্রতিদিন আমার খোঁজ নিতে হবে। হয়তো মেসেন্জারে প্রতিদিন কল দিয়ে জিজ্ঞাস করবে না, ‘পূজা আসতে কি দেরি হবে? আমার পাশে এসে বসো তাতেই আমি বুঝে নেব। আর আরেকটা কথা শোনো ওইখানে কিন্তু বেশি মিষ্টি খাবে না সুগার বেড়ে যাবে। আচ্ছা তাহলে থাকো মামুনি।

বিয়ের ছবি প্রসঙ্গে যা বললেন খুদে অভিনেতা শরিফুল

দীর্ঘদিন ধরেই অসুস্থতায় ভুগছিলেন পূজার মা। কয়েক সপ্তাহ আগে শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। ফলে মিরপুরের একটি হাসপাতালে তাকে নেওয়া হয়। সেখানে আইসিউতে রাখা হয়। এরপর কিছুটা সুস্থ হয়ে উঠলে বাসায় আনা হয় তাকে। তারপরও শেষরক্ষা হলো না।