বিনোদন ডেস্ক : চলতি সময়ের আলোচিত চিত্রনায়িকা পূজা চেরি। সিনেমা ও ওয়েবফিল্মে নিয়মিত অভিনয় করছেন তিনি। গতবছরে শাকিব খানের বিপরীতে ‘গলুই’, সিয়ামের বিপরীতে ‘শান’ সিনেমায় অভিনয় করে আলোচিত হয়েছেন এই চিত্রনায়িকা।
চলতি বছর চিত্রনায়িকা পূজা চেরি অভিনীত নতুন কোনো সিনেমা মুক্তি পায়নি। নতুন কোনো সিনেমার শূটিংয়ে অংশ নেওয়ার কথাও শোনা যায়নি। তবে মুক্তির তালিকায় রয়েছে ‘নাকফুল’ সিনেমা।
পূজা চেরি বলেন, এই সিনেমার গল্পটা আমার কাছে অসাধারণ মনে হয়েছে। একজন চঞ্চল মেয়ে ও ছন্নছাড়া ছেলের সম্পর্কের গল্প। দর্শকের ভালো লাগবে আশা করি। মন ছুঁয়ে যাওয়া গল্পের সিনেমাটি দর্শক মন ভরে দেখবে বলে আমার বিশ্বাস।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।