বিনোদন ডেস্ক : ভারতের আলোচিত অভিনেত্রী পুনম পাণ্ডের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মুম্বাইয়ের একটি বহুতল ভবনের ১৬ তলায় বসবাস করেন তিনি। সম্প্রতি এ বাড়িতে আগুন লাগে। তবে অগ্নিকাণ্ডে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
অগ্নিকাণ্ডের সময় বাড়িতে ছিলেন না পুনম পাণ্ডে। তবে ফ্ল্যাটেই ছিল পুনমের পোষ্য সিজার। স্বস্তির বিষয় পোষ্যটির কোনো ক্ষতি হয়নি। পুনমের বাড়ির পরিচারিকারা সিজারকে ফ্ল্যাটের বাইরে বের করে আনে। ফায়ার সার্ভিসের কর্মীরা পুনমের বাড়ির আগুন নিয়ন্ত্রণে আনেন।
পুনম তার ইনস্টাগ্রামে নিজের ফ্ল্যাটের বেশ কিছু স্থিরচিত্র ও ভিডিও পোস্ট করেছেন। তাতে দেখা যায়, বাড়ির আসবাবপত্র পুড়ে গেছে। ক্যাপশনে এ অভিনেত্রী লিখেন— ‘আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ। অগ্নিকাণ্ডের ঘটনায় আমার মন্দিরের কিছু হয়নি। সিজার, আমার কর্মচারীরা, আমার বোন ঠিক আছে। হ্যাঁ, ঘর পুড়েছে, তবে প্রাণগুলো বেঁচে আছে।’
২০২০ সালে দীর্ঘদিনের প্রেমিক স্যাম বম্বের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন পুনম। সে বছরই গোয়াতে মধুচন্দ্রিমায় যান তারা। পরে স্বামী স্যাম বম্বের বিরুদ্ধে শ্লীলতাহানি, গার্হস্থ্য হিংসার অভিযোগ করেন।
২০২১ সালে পুনম জানান, স্যাম তাকে মারধর করেছেন। এজন্য হাসপাতালে ভর্তি হন। পরে স্বামীর বিরুদ্ধে মামলা করেন তিনি। সর্বশেষ বিবাহ-বিচ্ছেদের পথে হাঁটেন পুনম পাণ্ডে। বর্তমানে একাই রয়েছেন এই অভিনেত্রী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।