পুনম পাণ্ডে কত টাকার মালিক

Poonam Pandey

বিনোদন ডেস্ক : ভারতের জনপ্রিয় মডেল পুনম পাণ্ডে। উত্তর প্রদেশের কানপুরে জন্ম নেওয়া পুনম রিয়েলিটি শোর মাধ্যমে জনপ্রিয়তা লাভ করেন।

Poonam Pandey

২০১৩ সালে ‘নশা’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় পুনম পাণ্ডের। তবে ২০১১ সালের ক্রিকেট বিশ্বকাপের সময় পুনম পাণ্ডে লাইমলাইটে আসেন। পুনম হঠাৎ লাইমলাইটে এসেছিলেন যখন তিনি ঘোষণা করেছিলেন ভারত বিশ্বকাপ জিতলে তিনি একটি নগ্ন ফটোশুট করবেন। অবশ্য তিনি এমন কোনো ফটোশুট করেননি।

স্যাম বোম্বের সঙ্গে তার বিয়ে নিয়েও বেশ আলোচনা হয়েছিল। বিয়ের কিছুদিন পর তাকে ডিভোর্স দেয় তার স্বামী। পুনম প্রকাশ করেছেন স্যাম পুনম তার কাছে অর্থ দাবি করত এবং মারধর করত।

মুম্বাইয়ের অভিজাত এলাকায় একটি বিলাসবহুল ফ্ল্যাটে থাকতেন পুনম। এর পাশাপাশি পুনম তার নিজের ইরোটিক অ্যাপ থেকে ভালো টাকা পেতেন। এ অ্যান্ড্রয়েড অ্যাপে পুনম তার ব্যক্তিগত ছবি এবং ভিডিও শেয়ার করতেন। অ্যাপটির ৩২ লাখ সাবস্ক্রাইবার রয়েছে। পুনম এই অ্যাপ থেকে সবচেয়ে বেশি আয় করতেন।

পুনমের বাড়ি বান্দ্রার একটি চারতলা ভবনে। এর পাশাপাশি পুনম দামি গাড়িও পছন্দ করেন, তার একটি বিএমডব্লিউ গাড়ি আছে। পুনমের ২৭ জন ক্রু সদস্য সবসময় তার ব্যবসার যত্ন নেওয়ার জন্য তার সাথে থাকে।

টিজারে চমকে দিলেন তিন তারকা

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়- পুনমের ৫২ কোটি টাকার সম্পদ রয়েছে।