বিনোদন ডেস্ক : আজ (২ ফেব্রুয়ারি) সকালে বলিউড অভিনেত্রী পুনম পাণ্ডের মৃত্যুর খবর জানা গেছে তার ইনস্টাগ্রাম থেকে। এ নিয়ে এখন সোশ্যাল মিডিয়া তোলপাড় চলছে।
পুনমের মৃত্যুর সংবাদ গণমাধ্যমে ছড়িয়ে পড়লে তার ভক্ত-অনুরাগীরা বিশ্বাস করতে পারছিলেন না- ‘পুনম আর নেই’। ইনস্টাগ্রামে ধোঁয়াসাপূর্ণ পোস্টের পর অভিনেত্রীর সহকারী সংবাদটির সত্যতা জানিয়ে বলেন, ‘বৃহস্পতিবার রাতেই মৃত্যু হয়েছে পুনমের।’
ভারতের উত্তরপ্রদেশের কানপুরের মেয়ে পুনম পান্ডে। সেখানেই তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। কানপুরেই তার শেষকৃত্য হবে বলে। বেশ অল্প বয়সেই মুম্বাই চলে আসেন পুনম। মডেলিং দিয়ে তার ক্যারিয়ার শুরু করেন। এভাবেই সে শোবিজ ভুবনের বাসিন্দা হয়ে যান।
বলিউডে পুনমের অভিষেক হয় ২০১৩ সালে। তেমনভাবে প্রভাব ফেলতে পারেননি সিনেমায়। একটি সূত্রে জানা যায়, ধীরে ধীরে নীল সিনেমার জগতে নিজের যাতায়াত বাড়াতে শুরু করেন। ক্রমেই ভারতের নীল সিনেমার জগতে একচ্ছত্র আধিপত্য কায়েম করেন।
জীবনের সব হিসেব শেষ করে মাত্র ৩২ বছর বয়সে ক্যানসার কেড়ে নিল পুনমের প্রাণ। তবে বিগত কয়েক বছরে ভালোই আলোচনায় ছিলেন এ অভিনেত্রী। তিনি বার বার বিভিন্ন বিতর্কে জড়িয়েছেন। হয়েছেন সংবাদের মূল শিরোনাম।
পুনম পান্ডে আর বিতর্ক যেন একই সূত্রে গাঁথা। অন্যভাবেও বলা যায়- ‘বিতর্ক যেন পুনমের পিছু ছাড়তো না’। তার বিতর্কের অনেক কারণের মধ্য থেকে কয়েকটির কথা জেনে নেওয়া যাক-
ভারত বিশ্বকাপ জিতলে নগ্ন হওয়ার ইচ্ছা: ২০১১ সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে বিশ্বকাপ ফাইনালে উঠেছিল ভারত। সেই সময় পুনম জানিয়েছিলেন, ভারত বিশ্বকাপ জিতলে প্রকাশ্যে নগ্ন হবেন তিনি। লাখ লাখ ভক্তরা সেই অপেক্ষায় ছিলেন। সে বছর ভারত বিশ্বকাপ জিতলেও শেষমেশ নিজের কথা রাখেননি পুনম। কারণ অবশ্য অজানা। বরং বিতর্কিত মন্তব্যে চাঞ্চল্য ছড়িয়েছিলেন এ অভিনেত্রী।
করোনাকালে পুনমের হাজতবাস: ২০২২ সালে একতা কাপুর প্রযোজিত রিয়েলিটি শো ‘লক আপ’-এ অংশ নেন পুনম। কিন্তু তার আগে বাস্তবে জেলখানা ঘোরা হয়ে গিয়েছিল তার। তাও আবার করোনাকালে আচরণবিধি ভঙ্গ করার জন্য। করোনার প্রথম ঢেউয়ের সময়ে রাস্তায় বের হওয়ায় নিষেধাজ্ঞা জারি করে ভারত সরকার। সেই সময় রাস্তায় স্বামী স্যাম বোম্বের সঙ্গে ঘুরে বেড়াতে দেখা যায় পুনমকে। এ সময় গ্রেফতার করে পুলিশ। যদিও কয়েক ঘণ্টার মধ্যেই ছাড়া পেয়ে যান অভিনত্রেী।
মধুচন্দ্রিমায় গিয়ে স্বামীকে ঢোকান হাজতে: ২০২০ সালের জুলাই মাসে স্যাম বোম্বের সঙ্গে পুনম বাগদান সারেন। সে বছরই সেপ্টেম্বরে তাদের বিয়ে হয়। সেপ্টেম্বর মাসেই গোয়ায় মধুচন্দ্রিমায় গিয়ে পুনম তার স্বামীর বিরুদ্ধে পারিবারিক সহিংসতার অভিযোগ এনেছিলেন তিনি। দক্ষিণ গোয়ার ক্যানাকোনা থানায় স্বামী স্যাম বম্বের বিরুদ্ধে শ্লীলতাহানি এবং শারীরিক নির্যাতনের অভিযোগ দায়ের করেন তিনি। সেবারও স্যামকে গ্রেফতার করা হয়।
‘পাণ্ডে অ্যাপ’ নিষিদ্ধ: ২০১৭ সালে পুনম ‘প্যান্ডে অ্যাপ’ নামে একটি অ্যাপ চালু করেন। সেখানে নিজের ব্যক্তিগত ছবি দিতে শুরু করেন। কিন্তু মাত্র এক ঘণ্টার মধ্যে গুগল থেকে বন্ধ করে দেওয়া হয় ওই অ্যাপ। এ ঘটনার পরও তিনি ব্যাপক সমালোচিত হন।
গোসলখানা থেকে পুনমের লাইভ: প্রচারের আলোয় কীভাবে আলোকিত হতে হয়, এ কৌশল ভালোই জানতেন পুনম। মাঝে মধ্যেই দুঃসাহিসক সব কাণ্ডও ঘটাতেন তিনি। পুনম ঝর্নার তলায় নাচতে নাচতে গোসল করছেন, সেই অবস্থাতেই তিনি লাইভে এসেছেন। এ লাইভ নিয়ে শুরু হয় তোলপাড়। পরে অবশ্য ভিডিওটি নিষিদ্ধ করে দেওয়া হয় ইউটিউবের পক্ষ থেকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।