জুমবাংলা ডেস্ক : কক্সবাজারের টেকনাফ সাগরে জেলের জালে ধরা পড়া ৩৪ কেজির পোপা মাছটি আরো পাঁচ লাখ টাকা লাভে বিক্রি করেছেন মো. ইউনুস নামের মধ্যস্বত্বভোগী ব্যবসায়ী। গতকাল শুক্রবার রাতে মাছটি কক্সবাজার মৎস অবতরণ কেন্দ্রে শামীম আহমদ নামে এক ব্যবসায়ীর কাছে নয় লাখ টাকায় বিক্রি করেন তিনি। এর আগে গতকাল দুপুরের দিকে সাবরাং বাহারছড়া নামক ঘাট থেকে মাছটি চার লাখ টাকায় কিনে নিয়েছিলেন মো. ইউনুস।
স্থানীয় জেলেরা জানান, গতকাল শুক্রবার ভোর রাতে সাগরের বুক সমান পানিতে জাল ভাসায় জেলে সৈয়দ আহমদ।
তার জালে একটি বড় কালো পোপা মাছ ধরা পড়ে। মাছটির ওজন হয় ৩৪ কেজি। মাছটি তিনি স্থানীয় সাবরাং বাহারছড়া ঘাটে মো. ইউনুসের কাছে চার লাখ টাকায় বিক্রি করেন। পরে ইউনুস মাছটি দ্বিতীয় দফায় বিক্রির জন্য কক্সবাজার নিয়ে যায়। সেখানেই তিনি মাছটি নয় লাখ টাকায় বিক্রি করেন।
প্রসঙ্গত, টেকনাফ উপকূলে প্রতিবছর দুই-চারটা এ ধরনের বড় পোয়া মাছ ধরা পড়ে জেলেদের জালে। পোয়া মাছের এয়ার ব্লাডার বা বায়ুথলির কারণে এটির দাম বেশি হয়ে থাকে। পোয়া মাছের এয়ার ব্লাডার দিয়ে বিশেষ সার্জিক্যাল সুতা তৈরি হওয়ায় মাছটির কদর রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।