আন্তর্জাতিক ডেস্ক : অস্ত্র কখনো শান্তি আনতে পারে না বলে মন্তব্য করেছেন ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিস। খ্রিস্টানের ধর্মীয় অনুষ্ঠান ইস্টার উপলক্ষে দেওয়া এক ভাষণে তিনি বলেন, ‘আমি আবারও অবরুদ্ধ গাজা উপত্যকায় অবাধ ত্রাণ সরবরাহ ও হামাসের কাছে বন্দি ইসরায়েলিদের মুক্তির আহ্বান জানাই।’
গত বছরের ৭ অক্টোবর অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েল অভিমুখে হাজার হাজার রকেট ছুড়ে মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস। এতে ইসরায়েলে নিহত হয়েছেন এক হাজার ৪০০ জন।
এরপরেই বছরের পর বছর ধরে গাজায় চলা সামরিক পদক্ষেপ জোরালো করে ইসরায়েলি বাহিনী। এতে প্রাণ হারিয়েছে ৩২ হাজারের বেশি ফিলিস্তিনি, আহত ৭২ হাজারেরও বেশি। হতাহতদের বেশিরভাগই বেসামরিক। এমন অবস্থায় বিশ্বজুড়ে যুদ্ধবিরতির আহ্বান জানানো হচ্ছে।
পোপ ফ্রান্সিস বলেন, ‘চোখের সামনে আর কত কষ্ট দেখবে। কেন এই হত্যাযজ্ঞ? কেন এই ধ্বংসযজ্ঞ? যুদ্ধ সবসময়ই হার ডেকে আনে।’
ভ্যাটিকানে দেওয়া বক্তব্যে পোপ আরও বলেন, ‘অস্ত্র কখনো শান্তি ডেকে আনে না। বরং ভালোবাসাপূর্ণ হৃদয় নিয়ে যখন আপনি দুই হাত বাড়িয়ে দেবেন তখনেই শান্তি আসবে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।