বিনোদন ডেস্ক : গত তিন বছর ধরে আড়ালে চিত্রনায়িকা পপি। মাঝে একবার শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে একটি ভিডিও বার্তা দিয়েছিলেন। এরপর আর কোনো খবর নেই।
তার এই আড়াল থাকার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন কয়েকজন প্রযোজক ও নির্মাতা। তাদের সিনেমাগুলো শেষ করতে পারছেন না। আড়াল থাকার মধ্যেই তাকে নিয়ে অনেক গুঞ্জন রটেছে। পপি বিয়ে করেছেন, সন্তানও জন্ম দিয়েছেন-এরকম গুঞ্জন এখনও ভেসে বেড়ায়।
অবশ্য পপির খুব ঘনিষ্ঠজনদের কেউ কেউ বিষয়টি নিশ্চিত করেও বলেছেন। তবে নায়িকার দিক থেকে কোনো সাড়াশব্দ এখনও পাওয়া যায়নি।
এদিকে ক্ষতিগ্রস্ত নির্মাতা এবং প্রযোজকরাও অপেক্ষায় আছেন পপির ফেরার। অসমাপ্ত কাজ শেষ করে দিলেই তারা বেঁচে যান-এমনটাই আকুতি।
ক্ষতিগ্রস্তদের এই হতাশার মধ্যেই সম্প্রতি আরেক নাট্যপ্রযোজক ইচ্ছা পোষণ করেছেন পপিকে নিয়ে নতুন কাজ করার! তিনি প্রযোজক মুক্তা দেব। তার সঙ্গে পপির সখ্যও বেশ। জানিয়েছেন, তার আগ্রহ রয়েছে পপিকে নিয়ে নাটক নির্মাণের।
মুক্তা দেব বলেন, ‘অভিনেত্রী হিসেবে পপি অনবদ্য। তার অভিনীত অনেক সিনেমা আমি দেখেছি। প্রথম পরিচয়ের দিনেই তার ব্যবহার আমাকে মুগ্ধ করেছিল। আবার যদি কখনও পপি কাজে ফিরে তাহলে আমার ইচ্ছা আছে তাকে নিয়ে একটি নাটক প্রযোজনা করার। গল্প ও পরিচালক প্রস্তুত। শুধু পপি আড়াল ভেঙে সাধারণ জীবনে ফিরে আসলে তাকে নিয়ে কাজটি করতে চাই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।