জনপ্রিয় এক নায়কের সঙ্গে বিছানায় শুতে বলা হয়েছিল, দাবি এই নায়িকার

মিশা-বার্টন

বিনোদন ডেস্ক : কথাটা অনেককাল আগেই তিনি দাবি করেছিলেন। তাঁর সেই পুরনো ইন্টারভিউটাই ফের ফিরে এসেছে। যেখানে তিনি দাবি করেন তাঁকে এক নায়কের সঙ্গে শুতে বলা হয়েছিল।

মিশা-বার্টন

অভিনয় জীবনে তিনি সাফল্যের মুখ দেখেছেন। একাধিক সাড়াজাগানো সিনেমায় তিনি অভিনয় করেছেন। কিন্তু তাঁর যখন ১৯ বছর বয়স তখন তাঁকে বিখ্যাত হলিউড তারকার সঙ্গে শোওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। তাঁর কেরিয়ারের কথা মাথায় রেখেই তাঁর শোওয়া উচিত বলে পরামর্শ দিয়েছিলেন এক সাংবাদিক।

২০০৫ সালে এক সাক্ষাৎকারে এমনই দাবি করেছিলেন হলিউড তারকা মিশাহ বার্টন। ‘নটিং হিলস’-এর মত বিখ্যাত সিনেমায় নায়িকা মিশাহ দাবি করেছিলেন, তাঁকে তাঁর ভবিষ্যতের কথা মাথায় রেখে টাইটানিকের নায়ক লিওনার্দো ডিক্যাপ্রিও-র সঙ্গে শুতে পরামর্শ দিয়েছিলেন সে সময়ের এক সাংবাদিক ক্রেগ স্নাইডার। যদিও মিশাহ রাজি হননি।

লিওনার্দো ডিক্যাপ্রিও
লিওনার্দো ডিক্যাপ্রিও, ছবি – আইএএনএস

মিশাহ বার্টন সাফ জানিয়েছিলেন ৩০ বছরের এক পুরুষের প্রতি তাঁর কোনও আকর্ষণ নেই। তাঁর চেয়ে বয়সে অনেক বড়দের তাঁর পছন্দ নয়। তিনি যে শুতে রাজি নন সেকথাও সাফ জানিয়ে দেন ‘দ্যা ওসি’-র নায়িকা। সেই সাক্ষাৎকার ফের ফিরে এসেছে।

এদিকে এক ফরাসী ইজরায়েলি মডেলের সঙ্গে প্রেম নিয়ে লিওনার্দো এমনিতেই একটু চাপের মধ্যে ছিলেন। তারমধ্যেই সামনে আসে এই সাক্ষাৎকার।

সিনেমা জগতে এমন ঘটনা নতুন নয়। এমন উদাহরণও প্রথম শোনা গেলনা। মিশাহ‌-র এই এককথায় এমন এক পরামর্শকে না করে দেওয়াকে অনেকেই তারিফ করছেন।

অস্কারজয়ী নির্মাতা হিউ হাডসন আর নেই

তবে এই সাক্ষাৎকার সামনে আসা লিওনার্দোকে যে বিড়ম্বনায় ফেলে দিয়েছে তা বলার অপেক্ষা রাখে না।