সেলফি তোলা নিয়ে বিরক্ত জনপ্রিয় শিল্পী অঞ্জন দত্ত

Anjan Dutt

বিনোদন ডেস্ক : গত ১১ মে সন্ধ্যায় পূর্বাচল ৩০০ ফিট এক্সপ্রেসওয়ের ঢাকা এরিনায় ‘অঞ্জন দত্ত মেট্রোপলিস ভলিউম-২.০’ নামে আয়োজিত এক কনসার্টে গান পরিবেশন করেন দুই বাংলার জনপ্রিয় শিল্পী অঞ্জন দত্ত। অসুস্থ শরীরে বেশ কয়েকটি গান গেয়ে উপস্থিত দর্শকদের মন জয় করেন। চেনা গানে, পরিচিত ঢঙে অঞ্জনের গান মুগ্ধ করে তিন প্রজন্মকে।

Anjan Dutt

তবে ওই অনুষ্ঠানের একটা বিষয় নিয়ে তিনি খানিকটা বিরক্তি প্রকাশ করেন।

সেই বিরক্তি প্রকাশের ভিডিও কনসার্টের পরের দিন ভাইরালও হয়। গান থামিয়ে হঠাৎ তাকে বলতে শোনা যায়, ‘সেলফি বা ছবি তোলা, এটা কোনো লাইভ কনসার্টে হয় না। আমি গোটা পৃথিবী ঘুরে এসেছি। কোথাও হয় না।

হয় শুধু আমার ভারতে, কলকাতায়। বাদবাকি কোথাও কোনো শিল্পী গান গাইতে এলে, সবাই মন দিয়ে শোনে। মনের ভেতরে রেখে দেয়। আপনারা একটা ভিডিও তুললেন, ফেসবুকে দিয়ে দিলেন।

কেন দিলেন? আপনারা তো টিকিট কেটে এসেছেন অনেক টাকা দিয়ে। ওরা তো টাকা দেয়নি। ছবি তোলা বন্ধ করুন। মনের মধ্যে রাখুন।’
সঙ্গে যোগ করে তিনি আরো বলেন, ‘এই যে আমি বলে যাচ্ছি।

এখনো একজন মোবাইলে তুলে যাচ্ছে। এটা বিদেশ হলে, একজন এসে আস্তে করে নিয়ে যেত। টিকিটটা নিয়ে যেত। এ কী, বাংলাতেই তো বলছি। বুঝতে পারছেন না? পকেটে পুরে ফেলুন। এ রকম হলে তো আমি অনলাইনেই শো করতে পারতাম। আপনারাও দেখে নিতে পারতেন। মন দিয়ে এই মুহূর্তটা উপভোগ করুন। নিজে শুনুন, সবাইকে শুনতে সুযোগ করে দিন।’

তার এমন বক্তব্যের ভিডিও ওই সময় ভাইরাল হতেই অঞ্জন দত্তের সঙ্গে সহমত পোষণ করলেন নেট-নাগরিকরা। সেই ভিডিও চোখে পড়েছিল অঞ্জন দত্তেরও। গতকাল সন্ধ্যায় বিষয়টি নিয়ে প্রতিবেদকের সঙ্গে হোয়াটসঅ্যাপে কথা হয় অঞ্জনের। ওই সময় তিনি বলেন, ‘আমি দেখেছি ভিডিওটা। আমারই কথা। সেটা তো বলেছিই। গান শুনতে এসে এ রকম ভিডিও করা বা ছবি তোলার বিষয়টি একদম বিরক্তিকর। এটা মোটেও ঠিক নয়।’

তিনি জানান, সামনে খুব তাড়াতাড়ি গাইতে আসবেন বাংলাদেশে। তখন শুরুতেই উপস্থিত দর্শকদের অনুরোধ করবেন মোবাইল ফোন যেন বের না করে কেউ।

ঢাকার সেই কনসার্টে গান গাওয়ার সময় শারীরিক অসুস্থতার কারণে চেয়ারে বসে গান করেন এই শিল্পী। স্বাভাবিকভাবেই তার শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাওয়া হয়। তিনি বলেন, ‘ঢাকার কনসার্টে অংশ নেওয়ার সময় মেরুদণ্ড ও কোমরে ব্যথা ছিল। সেটা কমে গেছে। এখন ভালো আছি।’

কথা প্রসঙ্গে জানান, কিছুদিন আগে তার নির্মিত সিনেমা ‘চালচিত্র এখন’ মুক্তি পায় ওটিটি প্ল্যাটফরম হইচইয়ে। বাংলাদেশ থেকে বেশ সাড়া পান সিনেমাটি নিয়ে। বলেন, ‘বাংলাদেশের দর্শকরা খুব আগ্রহ নিয়ে সিনেমাটি দেখেছেন এবং প্রশংসা করেছেন। এটা আমি বেশ উপভোগ করেছি।’

জানান, দ্রুতই নতুন সিনেমার ঘোষণা দেবেন এই তারকা। সেখানে থাকতে পারেন বাংলাদেশের কোনো অভিনয়শিল্পী। ইঙ্গিত দিলের সে রকমই।