জনপ্রিয় এই ২ ছবিতে ছিলেন না শাহরুখ, শ্যুটিং করেন আরেকজন!

শাহরুখ

বিনোদন ডেস্ক : শাহরুখ খানের পরদেশ ছবির কথা মনে আছে? আর এই ছবির পপুলার ট্র্যাক Yeh Dil Deewana-এর পিছনে রয়েছে অন্য কাহিনি। গানের ক্লোজ আপ শটেই শুধু ছিলেন বলি বাদশা স্বয়ং। লং শটে কিন্তু, শাহরুখের ‘ডুপ্লিকেট’-কে দেখা গিয়েছিল। দর্শকের চোখে ধরা না পড়লেও এক সাক্ষাৎকারে সেই গোপন তথ্য ফাঁস করেছিলেন পরিচালক সুভাষ ঘাই।

শাহরুখ

নয়ের দশকের ব্লকব্লাস্টার মুভি পরদেশ । ১৯৯৭ সালে সিলভার স্ক্রিনে মুক্তি পেয়েছিল সুভাষ ঘাই অভিনীত এই ছবি। কিন্তু, আপনি কী জানেন এই ছবির শ্যুটিং ছেড়ে মাঝপথে চলে এসেছিলেন কিং খান। সিনেমার সুপার হিট গান Yeh Dil Deewana-র শ্যুটিং করতে করতেই তা মাঝপথে ছেড়ে চলে যান শাহরুখ। শ্যুটিং-এর সেই বিশেষ অভিজ্ঞতার কথা

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে শেয়ার করেন ছবির পরিচালক সুভাষ ঘাই। তিনি জানান, সেই সময় শাহরুখের স্ত্রী গৌরী অন্তঃসত্ত্বা ছিলেন। সেই জন্য শ্যুটিং-র মাঝে চলে যেতে হয় শাহরুখকে। আর ফলে Yeh Dil Deewana-গানে শাহরুখের প্রতচ্ছবি ব্যবহার করা হয়। হ্যাঁ, একদমই ঠিক পড়ছেন। পরদেশ মুভির এই গানে আপনি শাহরুখকে দেখেননি, দেখেছেন তাঁর ‘ডুপ্লিকেট’। শুনতে অবাক লাগলেও এটাই কিন্তু ঘোর বাস্তব। ১৯৯৮ সালে তেলুগু ভার্শনেও এই ছবি মুক্তি পায়।

২০২০ সালে বলিউড হাঙ্গামায় এক সাক্ষাৎকারে Yeh Dil Deewana গান তৈরির পিছনের কাহিনি। তিনি বলেন, “আমরা দুদিনের মধ্যে এই গানের শ্যুটিং করেছিলাম। সোনু নিগমকে ডেকেছিলাম। আন্ধেরিতে একটা ছোট স্টুডিয়োতে এই গান রেকর্ড করতে হয়েছিল। সোনুর কণ্ঠে এই গান আজও নয়ের দশকের সিনেপ্রেমীদের কাছে নস্ট্যালজিয়া।” এই গানটি সব শেষে শ্যুটিং হয়েছিল। হাতে মাত্র দুদিন সময় ছিল। গোটা ছবি জুড়ে শাহরুখ খানের সহযোগীতা পেয়েছিল টিম পরদেশ। কিন্তু, ছবির শেষ মুহূর্তে ঠিক দুদিন আগে শ্যুটং ছেড়ে বেড়িয়ে যেতে হয় কিং খানকে। গৌরী অন্তঃসত্ত্বা থাকার জন্যই শাহরুখকে চলে যেতে হয়েছিল বলে জানান পরিচালক সুভাষ ঘাই। অন্যদিকে তাঁরও দিল্লি যাওয়ার ছিল। সেই জন্য বাড়তি সময় একদমই হাতে ছিল না।

পরদেশ সিনেমার Yeh Dil Deewana গানের প্রতিটি লং শটে শাহরুখের ডুপ্লিকেট ব্যবহার করা হয়েছে। শুধুমাত্র ক্লোড আপ শটেই শাহরুখকে দেখা গিয়েছিল। যদিও সিনেমার পর্দায় তা দর্শকের চোখে মোটেই ধরা পড়েনি। জরুরি পরিস্থিতিতে দুঘণ্টার মধ্যে শাহরুখের দু-তিনটি ক্লোজ আপ শট নিয়েছিলেন পরিচালক সুভাষ ঘাই। বাকিটা শাহরুখের ‘ডুপ্লিকেট’।

সেলফি তুলতে গিয়ে প্রাণ গেল একই পরিবারের ৬ জনের

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বয়কটের শিকার হয়েছেন বলিউড বাদশা। একটি শো-তে প্রতিবন্ধী মহিলার সঙ্গে নাচতে দেখা যায় বলিউড বাদশা শাহরুখ খানকে। হুইল চেয়ারে বসে থাকা ওই মহিলার সঙ্গে আইকনিক গান ছাঁইয়া ছাঁইয়ার তালে নেচেছেন কিং খান। সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয় এই ভিডিয়ো। কিং খানের এই আচরণকে মোটেই সমর্থন করেননি নেটিজেনের একাংশ।