বিনোদন ডেস্ক : বিশ্বে জনপ্রিয় ফিল্ম ইন্ডাস্ট্রির একটি হলো বলিউড। বলিউডের ভক্তরা তাদের প্রিয় অভিনেতা-অভিনেত্রীদের সাথে সম্পর্কিত প্রতিটি ছোট-বড় বিষয় জানতে আগ্রহী। বলিউডে এখন বিয়ের মৌসুম চলছে এবং অনেক বড় তারকা বিয়ে করছেন। আধুনিক যুগে, বেশিরভাগই দেখা যায় যে বলিউড অভিনেত্রীরা 35-40 বছর বয়সে পৌঁছানোর পরে বিয়ে করেন। কিন্তু আজ এই প্রতিবেদনে আমরা এমনই কিছু অভিনেত্রীর কথা জানব, যারা খুব অল্প বয়সেই মা হয়েছেন।
টুইঙ্কেল খান্না
বলিউড তারকা অক্ষয় কুমার বিয়ে করেছেন অভিনেত্রী টুইঙ্কেল খান্নাকে। মাত্র 28 বছaর বয়সে মা হয়েছেন এই অভিনেত্রী। 2002 সালে তিনি কন্যা নিতারার জন্ম দেন।
জেনেলিয়া ডিসুজা
অভিনেত্রী জেনেলিয়া ডিসুজা ২০১২ সালে অভিনেতা রিতেশ দেশমুখকে বিয়ে করেন। এরপর মাত্র ২৭ বছর বয়সে তিনি পুত্র রায়ানের জন্ম দেন।
ববিতা কাপুর
অভিনেতা রণধীর কাপুরকে বিয়ে করেছেন অভিনেত্রী ববিতা কাপুর। বিয়ের পর, তিনি ফিল্ম ইন্ডাস্ট্রিকে বিদায় জানান এবং মাত্র 26 বছর বয়সে কন্যা কারিশমা কাপুরের জন্ম দেন।
কাজল
বলিউড অভিনেতা অজয় দেবগনকে বিয়ে করেছেন অভিনেত্রী কাজল। এরপর 29 বছর বয়সে কন্যা সন্তানের জন্ম দেন তিনি।
ভাগ্যশ্রী
‘ম্যায়নে পেয়ার কিয়া’ সিনেমা থেকে রাতারাতি তারকা হয়ে যাওয়া অভিনেত্রী ভাগ্যশ্রী মাত্র 21 বছর বয়সে বিয়ে করেন। এরপর মাত্র 22 বছর বয়সে মা হন তিনি।
নীতু সিং
মাত্র ২১ বছর বয়সে অভিনেতা ঋষি কাপুরকে বিয়ে করেন নীতু সিং। এরপর মাত্র 22 বছর বয়সে কন্যা রিধিমা কাপুর কে জন্ম দেন । যেখানে 24 বছর বয়সে, তিনি দ্বিতীয়বার মা হন এবং রণবীর কাপুরের জন্ম দেন।
শর্মিলা ঠাকুর
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শর্মিলা ঠাকুর 1969 সালে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মনসুর আলী খান পতৌদিকে(Mansoor Ali Khan Pataudi) বিয়ে করেন। এরপর মাত্র 25 বছর বয়সে সাইফ আলি খানের জন্ম দেন তিনি।
ভোজপুরি হিট গানে উদ্দাম ড্যান্স দিলো সুন্দরী যুবতী, ভাইরাল ভিডিও
ডিম্পল কাপাডিয়া
অভিনেত্রী ডিম্পল কাপাডিয়া মাত্র ১৬ বছর বয়সে রাজেশ খান্নাকে বিয়ে করেছিলেন, যাকে বলিউডের প্রথম সুপারস্টার বলা হয়। এরপর মাত্র 17 বছর বয়সে তিনি টুইঙ্কেল খান্নার জন্ম দেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।