জনপ্রিয় হয়েও অভিনয় ছেড়ে গুগলে চাকরি নেন এই নায়িকা, জানুন পরিচয়

অভিনেত্রী

বিনোদন ডেস্ক : বলিউডের ‘পাপা কহেতে হ্যায়’ সিনেমার ‘ঘর সে নিকলতে হি, কুছ দূর চলতে হিস, রস্তে মে হ্যায় উসকা ঘর’ সিনেমার গানটির কথা অবশ্যই মনে আছে সবার। সিনেমার নায়ক যুগল হংসরাজ রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করতেন একজন মানুষের জন্য। তিনিই ছিলেন সিনেমার নায়িকা।

অভিনেত্রী

সিনেমায় অভিনেত্রীই ছিলেন মূল চমক। ১৯৯৫ সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমার এ নায়িকাকে নিয়ে সেই সময় ঝড় উঠেছিল পুরুষদের মনে। শুধু এই সিনেমাই নয়। এরপর হোগি প্যার কি জিত, বেতাবি, মেরে আপনে, বাদল, পাপা দ্য গ্রেট, জঙ্গ, শিকারির মতো কয়েকটি সিনেমায় দেখা গেছে তাকে।

হ্যাঁ, এবার হয়তো চিনতে পেরেছেন তাকে। তিনি বলিউড অভিনেত্রী ময়ূরী কাঙ্গো। তাকে সবশেষ দেখা গিয়েছিল ২০০১ সালে। অভিনয় দক্ষতার মাধ্যমে দর্শকহৃদয়ে জায়গাও করে নিয়েছিলেন। কিন্তু হঠাৎ করেই পর্দায় দেখতে পাওয়া বন্ধ হয়ে যায়। কিন্তু ঠিক কী কারণে পর্দায় প্রিয় তারকাকে দেখতে পেতেন না দর্শকরা।

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের খবর অনুযায়ী বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন ময়ূরী। সার্চ ইঞ্জিন গুগল প্রতিষ্ঠানের একটি উচ্চ পদে কর্মরত আছেন। ২০০৩ সালে মার্কিন নিবাসী আদিত্য ঢিল্লোকে বিয়েও করেছেন।

বিয়ের পর নিউ ইয়র্কে থাকেন। সেখানে এমবিএ করার পর ডিজিটাল মিডিয়া এজেন্সির ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কাজ শুরু করেন। প্রতিষ্ঠানটিতে কিছুদিন কাজের পর গুগলে চাকরির প্রস্তাব পান।

‘নয়া দামান’ খ্যাত কন্ঠশিল্পী তসিবা’র ভিডিও ভাইরাল

জানা গেছে, বর্তমানে প্রতি মাসে ৩২ হাজার মার্কিন ডলার আয় করেন এই তারকা। সেখানে বাড়িও কিনেছেন। বলিউড ছাড়লেও স্বামীর সঙ্গে যুক্তরাষ্ট্রে বেশ সুখেই সংসার করছেন ময়ূরী।