জনপ্রিয় হতে গিয়ে শরীরের অঙ্গও বদলিয়েছেন এই নায়িকারা

অঙ্গ বদলিয়েছেন

বিনোদন ডেস্ক : হিন্দি টেলিভিশন ইন্ডাস্ট্রিতে এমন অনেকেই রয়েছেন যারা খুব ছোট বয়স থেকে অভিনয় করছেন। যখন হিন্দি ধারাবাহিকে তাদের অভিষেক হয় তখন কেউ ছিলেন কিশোরী, কেউ আবার সদ্য যৌবনে পা রাখছেন। সিরিয়ালের সেই নায়িকারা আজ অনেকটাই বড় হয়ে গিয়েছেন। তাদের চেহারাতেও এসেছে অনেক পরিবর্তন। এখন তাদের দেখলে এক ঝলকে চেনা হয় মুশকিল। দেখে নিন হিন্দি টেলিভিশনের নায়িকারা কী ছিলেন আর আজ কেমন দেখতে হয়েছেন তারা।

অঙ্গ বদলিয়েছেন

হিনা খান : রুবিনার পাশাপাশি হিনাও ‘ছোটি বহু’ সিরিয়ালের হাত ধরে টেলিভিশন ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেছিলেন। ‘ইয়ে রিস্তা ক্যা কেহলাতা হে’ ধারাবাহিকের হাত ধরে তিনি আরও জনপ্রিয়তা পান। হিনা এরপর আরও বিভিন্ন সিরিয়াল এবং রিয়েলিটি শোতে অংশগ্রহণ করে জনপ্রিয় হয়ে ওঠেন।

দিবিয়াঙ্কা ত্রিপাঠি : হিন্দি টেলিভিশনের এই সুন্দরী অনেক ধারাবাহিকে অভিনয় করেছেন। ‘বানু মে তেরি দুলহন’ ধারাবাহিকের হাত ধরে শুরু হয়েছিল তার পথ চলা। এরপর ‘ইয়ে হে মোহাব্বাতে’র মত বহু সিরিয়ালে কাজ করেছেন তিনি। পরপর জনপ্রিয় সিরিয়াল এবং রিয়েলিটি শোয়ে কাজ করার জন্য হিন্দি টেলিভিশন ইন্ডাস্ট্রির অন্যতম টপ নায়িকা হতে পেরেছেন দিবিয়াঙ্কা। তবে তিনি যখন প্রথম ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন সেই সময় তার চেহারা আর তার এখনকার চেহারার মধ্যে অনেক পার্থক্য দেখা যায়।

নিয়া শর্মা : ‘কালী : এক অগ্নিপরীক্ষা’ ধারাবাহিক দিয়ে কেরিয়ার শুরু করেছিলেন নিয়া শর্মা। এরপরেও তিনি অনেক ধারাবাহিকে অভিনয় করেন। হিন্দি টেলিভিশন ইন্ডাস্ট্রির টপ নায়িকাদের মধ্যে তারও নাম রয়েছে। ইন্ডাস্ট্রিতে পা রাখার পর তার চেহারার সঙ্গে এখনকার চেহারার অনেক অমিল খুঁজে পাওয়া যায়। ইদানিং অভিনয়ের পাশাপাশি নিজের ফ্যাশন নিয়েও বেশ চর্চায় থাকেন অভিনেত্রী।

রুবিনা দিলাইক : যে নায়িকারা হিন্দি সিরিয়ালের হাত ধরে জনপ্রিয়তা পেয়েছেন তাদের মধ্যে একজন হলেন রুবিনা। ‘ছোটি বহু’ সিরিয়াল দিয়ে শুরু হয়েছিল তার কেরিয়ার। এরপর ‘শক্তি অস্তিত্বকে এহসাস কি’ সহ আরও অনেক ধারাবাহিকে অভিনয় করে তিনি জনপ্রিয়তা পেয়েছেন। তারও আগের চেহারা সঙ্গে এখনকার চেহারার অনেক পার্থক্য ধরা পড়েছে অনুরাগীদের চোখে।

মৌনি রয় : মৌনি রয় যখন প্রথম ধারাবাহিকের পর্দায় অভিনয় করতে এসেছিলেন তখন তার চেহারা আর তার এখনকার চেহারার মধ্যে আকাশ পাতাল পার্থক্য পাওয়া যায়। নিন্দুকদের দাবি, মৌনি সৌন্দর্যের জন্য প্লাস্টিক সার্জারি করিয়েছেন। তার এই সৌন্দর্য্যে মুগ্ধ গোটা বলিউড।

অভিকা গড় : ‘বালিকা বধু’ খ্যাত অভিনেত্রী যখন ইন্ডাস্ট্রিতে পা রাখেন তখন তার বয়স ছিল খুবই কম। তিনি এরপর ‘ইয়ে রিস্তা ক্যা কেহলাতা হে’, ‘শ্বশুরাল সিমার কা’ এর মত অনেক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছিলেন। ছোট্ট অভিকা এখন অনেক বড় হয়ে গিয়েছেন। বড় হওয়ার সঙ্গে সঙ্গে আরও সুন্দর হয়েছে তার চেহারা।

অভিষেকের আগেই আরিয়ানের ওয়েব সিরিজ বিক্রি হল কয়েকশো কোটি টাকায়

জেনিফার উইঙ্গেট : ছোটদের নিয়ে ধারাবাহিক ‘শাকালাকা বুম বুম’ দিয়েই শুরু হয়েছিল জেনিফার উইঙ্গেটের অভিনয় জীবন। পরে তিনি অসংখ্য সিরিয়ালে অভিনয়ের সুযোগ পান। ছোট্ট জেনিফার বড় হতেই আরও বেশি সুন্দরী হয়ে ওঠেন।হিন্দি টেলিভিশনের সেরা সুন্দরী নায়িকাদের মধ্যে তিনি অন্যতম। তিনি বিয়ে করেছিলেন হিন্দি টেলিভিশনের নায়ক করণ সিং গ্রোভারকে। তবে তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যায়। বিপাশাকে বিয়ে করে সুখে সংসার করছেন করণ। জেনিফার এখনও সিঙ্গেলই আছেন।