লাইফস্টাইল ডেস্ক : তীব্র গরমে পুড়ছে চীন। গত কয়েক দিনে দেশটিতে তাপমাত্রা অতীতের সকল রেকর্ড ভঙ্গ করেছে। গরম থেকে বাঁচতে চীনের মানুষেরা ব্যবহার করতে শুরু করেছে ‘ফেসকিনিস’। এটি এখন বেইজিংয়ে সবচেয়ে উষ্ণতম হালফ্যাশন হয়ে দাঁড়িয়েছে।
ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান বলছে, চীনের কোনো কোনো অঞ্চলে বাতাসের তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের ওপরে উঠে গেছে এবং ভূ-পৃষ্ঠের তাপমাত্রা ৮০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে গেছে। এ অবস্থায় গরম ও রোদ থেকে বাঁচতে চীনের মানুষেরা হাতপাখা, ছাতা ও মাথা থেকে মুখ ঢেকে রাখার এক ধরনের টুপি ব্যবহার করছে।
এ ধরনের টুপির নামই ‘ফেসকিনিস’। এটি চোখ ও নাকের জায়গায় ছিদ্রবিশিষ্ট একটি মুখোশ, যা দিয়ে সম্পূর্ণ মাথা ও মুখ ঢেকে রাখা যায়। সূর্যের অতি বেগুনি রশ্মি প্রতিরোধী কাপড় দিয়ে তৈরি এই টুপি ও জ্যাকেটগুলো চীনে এখন দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে।
ওয়াং নামের একজন বিক্রয়কর্মী দ্য গার্ডিয়ানকে বলেন, দু তিন বছর আগে করোনা মহামারির সময়েও এই টুপিগুলো বিক্রি হয়েছে। তবে বর্তমানে এই টুপির বিক্রি আগের বছরগুলোর তুলনায় অনেক বেড়েছে।
পূর্ব এশিয়ার অনেক দেশে নারীরা আগে থেকেই সূর্যের উত্তাপ থেকে ত্বক বাঁচাকে এই টুপিগুলো ব্যবহার করেন। চীনের প্রতিবেশি দেশ দক্ষিণ কোরিয়াতেও এই টুপিগুলো ব্যাপক জনপ্রিয়। তবে বর্তমানে তাপপ্রবাহ বেড়ে যাওয়ায় সর্বসাধারণের মধ্যে টুপিগুলো জনপ্রিয় হচ্ছে।
বেইজিংয়ের একটি পর্যটন এলাকায় ফেসকিনিসে মুখ ঢেকে ঘুরছিলেন লি জুয়ান নামের ১৭ বছর বয়সী এক শিক্ষার্থী। সে তার মায়ের সঙ্গে বেড়াতে এসে বলে, ‘এভাবে মুখ ঢেকে রাখার কারণে আমার চর্মরোগ হয় কিনা, সেটিই এখন প্রধান উদ্বেগের বিষয়।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।