বিনোদন ডেস্ক : মা হলেন এক সময়ের জনপ্রিয় মডেল-অভিনেত্রী ঈশানা খান। গেল ৯ ফেব্রুয়ারি সিডনির এক হাসপাতালে তিনি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। দুজনের শারীরিক অবস্থা ভালো বলে নিশ্চিত করেছেন এই অভিনেত্রী।
ঈশানা জানান, সন্তানের নাম রেখেছেন সায়েশান চৌধুরী। মা হওয়ার অনুভূতি জানিয়ে এই অভিনেত্রী বলেন, ‘এটা এক অন্যরকম অনুভূতি। মনে হচ্ছে, আমি এই পৃথিবীর সবচেয়ে সুখী নারী।’
এদিকে, ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে সন্তানের কিছু ছবিও শেয়ার করেছেন ঈশানা।
উল্লেখ্য, ঈশানা খান ২০০৯ সালে লাক্স চ্যানেল আই সুন্দরী প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছিলেন। এরপর তাকে নিয়মিত দেখা গেছে টিভি পর্দায়। মিডিয়ায় আসার ১ দশক পর ২০১৯ সালের ১০ জুলাই বিয়ে করেন এই অভিনেত্রী। তার স্বামী সারিফ চৌধুরী। পেশায় নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার। দীর্ঘদিন ধরেই থাকেন অস্ট্রেলিয়ায়। দুজনেই এখন অস্ট্রেলিয়া প্রবাসী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।