বিনোদন ডেস্ক : হোটেলের পার্কের ভেতরে হঠাৎই রহস্যময় মৃত্যু হলো দক্ষিণ ইন্ডাস্ট্রির জনপ্রিয় মালয়ালম অভিনেতা বিনোদ থমাসের। মাত্র ৪৫ বছরেই ওপারে পাড়ি জমালেন শক্তিশালী এ তারকা। অভিনেতা বিনোদের মৃত্যুর বিষয়টি প্রথমে নজরে আসে হোটেল কর্তৃপক্ষের। তারা পুলিশকে কল করলে ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় কর্তব্যরত পুলিশ।
ভারতের কোত্তায়ামের পম্পেদি এলাকার পুলিশ বলছে, শনিবার (১৮ নভেম্বর) হোটেল কর্তৃপক্ষের ফোনকলে ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় তারা। কিন্তু ঘটনাস্থলের নিথর দেহটি যে একজন সেলিব্রেটির তা কেউই প্রথমে আন্দাজ করতে পারেননি।
পুলিশ আরও বলছে, ঘটনাস্থলে পৌঁছার পরই পুলিশ দেখে হোটেলের পার্কে রাখা গাড়ির ভেতর অচেতন হয়ে পড়েছিলেন বিনোদ। দীর্ঘ সময় এভাবে পড়ে থাকতে দেখে হোটেল কর্তৃপক্ষের সন্দেহ হয় এবং দ্রুত পুলিশকে কল করেন।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের বরাতে জানা যায়, গাড়ি থেকে বিনোদের নিথর দেহ উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা বিনোদকে মৃত বলে ঘোষণা করেন।
হঠাৎ কী কারণে গাড়ির ভেতর মৃত্যু হলো অভিনেতার, বিষয়টি এখনও স্পষ্ট হতে পারেনি পুলিশ। তাই এ বিষয়ে তদন্ত শুরু করেছে তারা। অভিনেতার লাশও পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাড়িতে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র থেকে বিষাক্ত গ্যাস নির্গমনের কারণে অভিনেতার মৃত্যু হতে পারে। তবে মৃত্যুটি দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কারণ রয়েছে সেই বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
মালয়ালাম সিনেমার পরিচিত মুখ ছিলেন বিনোদ। তার অভিনীত জনপ্রিয় ছবিগুলোর মধ্যে অন্যতম ‘আয়াপ্পানুম কোশিয়ুম’, ‘নাথোলি ওরু চেরিয়া মিনাল্লা’, ‘ওরু মুরাই ভন্ত পার্থায়া’, ‘হ্যাপি ওয়েডিং’, ‘জুন’।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।