বিনোদন ডেস্ক : আগামী সেপ্টেম্বরে ১৪ বছর পর বাংলাদেশে আসছে পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড ‘জাল’। সামাজিক মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে জাল দ্য ব্যান্ডের ভোকালিস্ট গহর মমতাজ।
বৃহস্পতিবার (২২ আগস্ট) ফেসবুকে একটি কনসার্টের ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘হ্যালো বাংলাদেশ। শিগগিরই দেখা হচ্ছে।’
পাশাপাশি ওই পোস্টে বিস্তারিত জানার জন্য গেট সেট রকের ওয়েবসাইট লিংক শেয়ার করেন ‘সাজনি’খ্যাত এই গায়ক। তাতে দেখা যায়, আগামী ২৭ সেপ্টেম্বর পূর্বাচলের ঢাকা অ্যারেনায় ‘লিজেন্ডস অব দ্য ডিকেড’ শিরোনামের কনসার্টে গাইবে জাল। সঙ্গে দেশের আরও কিছু ব্যান্ড পারফর্ম করবে। যদিও লাইনআপ এখনও চূড়ান্ত হয়নি।
কনসার্টটি আয়োজন করেছে অ্যাসেন বাজ, গেট সেট রক ও জিরকোনিয়াম। কনসার্ট শুরু হবে সন্ধ্যা ৬টায়। এর আগে বিকেল ৫টায় ভেন্যুতে প্রবেশ শুরু শ্রোতাদের। এরইমধ্যে শুরু হয়েছে টিকিট বিক্রি। দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৫০ টাকা। গেট সেট রকের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে টিকিট।
২০১০ সালে বাংলাদেশে আসে জাল ব্যান্ড। সেবারই প্রথম ঢাকায় পা রেখেছিল গানের দলটি। প্রায় দেড় দশক পর ফের বাংলাদেশে আসছে ব্যান্ডটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।