বিনোদন ডেস্ক : দেশের সবচেয়ে বড় পাইকারি কাপড়ের মার্কেট বলা হয় বঙ্গবাজারকে। ঈদকে কেন্দ্র করে রোজা শুরুর পর থেকেই ধীরে ধীরে জমে ওঠে এ মার্কেটের ব্যবসা। এ বছরও জমতে শুরু করেছিল বঙ্গবাজারের কেনাবেচা। কিন্তু হঠাৎ লাগা আগুন সব কেড়ে নিয়েছে ব্যবসায়ীদের। ক্ষতি হয়েছে শতকোটি টাকার পণ্য।
ব্যবসায়ীদের দুর্দিনে ব্যথিত দেশের বিনোদন অঙ্গনের তারকারাও। স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান বিদ্যানন্দ ক্ষতিগ্রস্ত বঙ্গবাজারের ব্যবসায়ীদের জন্য ফান্ড সংগ্রহ করছে। সেখানেই এগিয়ে আসছে একের পর এক তারকা।
বুধবার অমিতাভ রেজার নিকেতনের অফিসে যান বিদ্যানন্দ ফাউন্ডেশনের ভলান্টিয়াররা। তাদের কাছ থেকে পোড়া কাপড় কিনে নেন তিনি।
মঙ্গলবার ফেসবুকে একটি স্ট্যাটাস দেন অমিতাভ রেজা। জনপ্রতি ১০০ টাকা দিলে ১০০ কোটি টাকা আসে, সেই বিষয়ে বিদ্যানন্দের সঙ্গে পরামর্শ আদান প্রদান করেন অমিতাভ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।