Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home করিমন চালক থেকে পোড়া কয়লার ব্যবসায়ী, মাসে আয় দুই লাখ টাকা
    খুলনা বিভাগীয় সংবাদ

    করিমন চালক থেকে পোড়া কয়লার ব্যবসায়ী, মাসে আয় দুই লাখ টাকা

    Shamim RezaNovember 14, 20223 Mins Read
    Advertisement

    জুমবাংলা ডেস্ক : জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় বিভিন্ন গাছের কাঠ। এই কাঠ পুড়েই এক সময় রূপান্তরিত হয় কয়লায়। আর সেই পোড়া কয়লা স্বল্পমূল্যে সংগ্রহ করেন নিরক্ষর মো. আনোয়ার হোসেন (৩৫)। এরপর তা রোদে শুকিয়ে পরিষ্কার করেন। এরপর সেটি বাছাই করে বস্তায় ভর্তি করেন। বস্তাভর্তি কয়লাগুলো ট্রাকে করে পাঠিয়ে দেওয়া হয় ঢাকার কয়েকটি ব্যাটারি তৈরির কারখানায়।

    পোড়া কয়লার ব্যবসায়ী

    কারখানার মালিকরা তাকে দাম পরিশোধ করেন মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে। এই কাজ করে প্রতি মাসে আনোয়ার হোসেন আয় করেন প্রায় দুই লাখ টাকা।

    কুষ্টিয়ার কুমারখালী উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বেতবাড়িয়া গ্রামের বাসিন্দা মো. আনোয়ার হোসেন। স্ত্রী ও দুই ছেলেসহ চারজনের সংসার। তার এই কাজে সহযোগিতা করে প্রতিমাসে ১০-১৮ হাজার টাকা করে আয় করছেন দুই নারীসহ অন্তত আরও আটজন শ্রমিক।

    জানা গেছে, কয়েক বছর আগে জগন্নাথপুর ইউনিয়নের দয়রামপুর গ্রাম থেকে দুধ জ্বালানো কাঠের কয়লা ট্রাকে করে ঢাকার বিভিন্ন কারখানায় পাঠানো হতো। তখন আনোয়ার ছিলেন করিমন (শ্যালো ইঞ্জিনচালিত গাড়ি) চালক। তখন তিনি কারখানা মালিকদের পারিশ্রমিকের বিনিময়ে সহযোগিতা করতেন।

    ২০২০ সালে কোভিড মহামারির কারণে ঢাকার কারখানা মালিকরা কুমারখালীতে আসা বন্ধ করে দেন। এই অবস্থায় দূরদর্শী আনোয়ার নিজেই উপজেলার তারাপুর বাজার এলাকায় প্রায় ১০ শতক জায়গা ভাড়া নিয়ে কয়লার ব্যবসা শুরু করেন। সে সময় তার কোনো পুঁজি না থাকায় গ্রামের এক মহাজনের কাছ থেকে মাসিক ১০% সুদে এক লাখ টাকা ঋণ নিয়ে ব্যবসা শুরু করেন।

    আনোয়ার গ্রাম থেকে প্রায় ১৫ কেজি ওজনের এক বস্তা কয়লা কেনেন ২৫০ টাকায়। সেই কয়লা পরিবহন, শুকানো ও মজুদের স্থান ভাড়া, শ্রমিকদের মজুরিসহ আনুষঙ্গিক খরচ হয় আরও প্রায় ১০০ টাকা। আর এক বস্তা কয়লা বিক্রি করেন প্রায় ৫০০ টাকায়। প্রতি মাসে গড়ে প্রায় দুই হাজার বস্তা কয়লা বেচা-কেনা করেন তিনি। এতে তার খরচ হয় প্রায় আট লাখ টাকা। বিক্রি হয় কমবেশি ১০ লাখ টাকায়। খরচ বাদে মাসে প্রায় দুই লাখ টাকা আয় করেন আনোয়ার।

    জানা গেছে, বর্তমানে তার এই কাজে দুইজন নারীসহ মোট আটজন শ্রমিক কাজ করছেন। একজন নারী শ্রমিক প্রতিদিন ৩৫০ টাকা মজুরি পান আর পুরুষ শ্রমিকরা মজুরি পান ৪৫০ টাকা। ভ্যানগাড়ির শ্রমিক রয়েছেন দুইজন। তারা প্রতিদিন ৬০০ টাকা করে মজুরি পান। কয়লার পাশাপাশি তিনি ধান থেকে চিড়া তৈরির মিল নির্মাণ করেছেন। এছাড়াও স্থানীয় বাজারে ডেকোরেশন ব্যবসাও রয়েছে আনোয়ারের।

    সহজ শর্তে সরকারি ঋণ পেলে বড় পরিসরে কয়লার ব্যবসা করতে চান তিনি। নির্মাণ করতে চান একটি ধান থেকে মুড়ি তৈরির মিল।

    আনোয়ারের হয়ে কয়লা সংগ্রহকারী মো. শাহজাহান বলেন, “এখানে কাজ করে খুব ভালো লাগে। প্রতিদিন ৬০০ টাকা করে মাসে প্রায় ১৮ হাজার টাকা পাই। এখানে আমরা আটজন কাজ করি। সংসারে স্বচ্ছতা ফিরেছে।”

    উদ্যোক্তা মো. আনোয়ার হোসেন বলেন, “আগে করিমন গাড়ি চালাতাম। এক সময় ঢাকা থেকে কারখানা মালিকরা এলাকায় কয়লা কিনতে আসতেন। আমি তাদের কাজ করে দিতাম। হঠাৎ করোনাভাইরাসের সময় তারা ঢাকা থেকে আসা বন্ধ করে দেন। তখন এক লাখ টাকা ঋণ নিয়ে নিজেই এই ব্যবসা শুরু করি।”

    তিনি আরও বলেন, “প্রথমে ব্যবসা ছোট ছিল। ধীরে ধীরে বড় হচ্ছে। এখন মাসে প্রায় দুই হাজার বস্তা কয়লা কেনা-বেচা হচ্ছে। এতে খরচ হচ্ছে প্রায় আট লাখ আর বিক্রি হচ্ছে প্রায় দশ লাখ টাকায়। প্রায় দুই লাখ টাকা আয় হচ্ছে।”

    তিনি উচ্ছ্বসিত হয়ে বলেন, “আগে করিমন গাড়ি চালাতাম। এখন কয়লার ব্যবসা করে মোটরসাইকেল কিনেছি। নিজের মার্কেট রয়েছে। সেখানে আমার এখন সাতটি দোকান আছে।” তিনি আরও বলেন, “সরকারি ঋণ সহযোগিতা পেলে ব্যবসা আরও বড় করতে চাই। নিজের পাশাপাশি আরও অনেক মানুষের কাজের ব্যবস্থা করতে চাই।”

    খোলা আকাশের নীচে ক্ষেতের মাঝেই দুর্দান্ত ড্যান্স দিয়ে ঝড় তুললো যুবতী

    এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিতান কুমার মণ্ডল বলেন, “উপজেলা প্রশাসন উদ্যোক্তা সংগ্রহের কাজ হাতে নিয়েছে। ইতোমধ্যে উদ্যোক্তা ম্যাপ তৈরির মাধ্যমে উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও প্রসারের কাজ করা হচ্ছে। কয়লা উদ্যোক্তাকেও সরকারি ঋণসহ যাবতীয় সুযোগ-সুবিধার ব্যবস্থা করা হবে।”

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    আয় কয়লার করিমন খুলনা চালক টাকা থেকে দুই পোড়া পোড়া কয়লার ব্যবসায়ী বিভাগীয় ব্যবসায়ী, মাসে লাখ সংবাদ
    Related Posts
    অ্যাকুরিয়াম ফিশ

    কুয়াকাটায় ধরা পড়ল রঙিন ও দৃষ্টিনন্দন ‘অ্যাকুরিয়াম ফিশ’

    August 11, 2025
    বাস ও ট্রাকের সংঘর্ষ

    মুন্সীগঞ্জের মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত ১, আহত ৩

    August 11, 2025
    Fire

    খুলনার সুপার জুট মিলের গোডাউনে অগ্নিকাণ্ড

    August 11, 2025
    সর্বশেষ খবর
    ছাত্র অধিকার পরিষদ

    জুলাই আন্দোলনের প্রমিনেন্ট নেতাদের ছাত্র অধিকার পরিষদ থেকেই উত্থান

    অ্যাকুরিয়াম ফিশ

    কুয়াকাটায় ধরা পড়ল রঙিন ও দৃষ্টিনন্দন ‘অ্যাকুরিয়াম ফিশ’

    বাস ও ট্রাকের সংঘর্ষ

    মুন্সীগঞ্জের মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত ১, আহত ৩

    চ্যাটজিপিটি

    নতুন যে সুবিধা যুক্ত করলো চ্যাটজিপিটি

    শাকিব

    তিন সিক্যুয়েলে আসবে শাকিবের এক সিনেমা, মুক্তি একসঙ্গে!

    মালয়েশিয়া সফর

    মালয়েশিয়া সফরের মূল ফোকাস অভিবাসন নিয়ে আলাপ ও বিনিয়োগ

    Oppo Find X9

    4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট করবে Oppo Find X9

    চিঠি

    জুলাই যোদ্ধা সম্পর্কিত তথ্য চেয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে মাউশির চিঠি

    নিশো

    পা ও মেরুদণ্ডের সমস্যায় ভুগছেন নিশো

    নিরাপত্তা উপদেষ্টা

    যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক আরও কমার ইঙ্গিত দিলেন নিরাপত্তা উপদেষ্টা

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Banglanews
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.